দেশের আইন-শৃংখলা অন্য দেশের চেয়ে ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

0
376

খবর ৭১:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের আইন-শৃংখলা পৃথিবীর অন্য দেশের চেয়ে অনেক ভালো।

তিনি বলেন, ‘বাংলাদেশের আইন-শৃংখলা মানুষের প্রত্যাশা অনুযায়ী চলছে, এখানে আইন-শৃংখলা বাহিনী কাজ করছে এবং জনগণ আমাদের সহযোগিতা করছে। সে জন্যই আমরা মনে করি, আমাদের আইন-শৃংখলা পৃথিবীর অন্য দেশের চেয়ে অনেক ভালো আছে।’

রোববার সচিবালয়ে ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম এবং পর্যবেক্ষণ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জমান খান কামাল বলেন, আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে। আমাদের দেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ চায় না। জঙ্গি-সন্ত্রাসীদের ব্যাপারে তাদের সন্দেহ হলে কিংবা খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দিচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ, আইন-শৃংখলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে কাজগুলো করছে। সে জন্য আমরা মনে করি, আমরা সবকিছুই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here