খবর৭১:
স্বাস্থ্য সেবা প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে মানবিক দিক বিবেচনা করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উদ্যোগে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৭ শত রোগীকে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেছে। গতকাল শুক্রবার জকিগঞ্জের ভরণ সুলতানপুর মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এর স্পন্সর ডাইরেক্টর সমাজসেবী মোস্তাক আহমদের সার্বিক সহযোগিতায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডা: শাহ আব্দুল আহাদ সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন কালে বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা প্রত্যন্ত এলাকায় পৌছে দেওয়ার লক্ষে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: নজরুল ইসলাম ভূইয়া, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সজীবনী সহযোগিতায় চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেন ডা: শরিফ, ডা: রাফসান, ডা: সামি, ডা: রুমিতা, ডা: জিকু,ডা: তানভীর, ডা: শাহীন, ডা: শিমু, ডা: রাফা, ডা: বুশরা, ডা: রুমি, ডা:মিশা, ডা: ফাহমিদা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সজীবনী ভাইস প্রেসিডেন্ট নুসরাত ও সাধারন সম্পাদক নাজিফা,৫ম বর্ষের শিক্ষার্থী মাশিয়াত,বর্ণা, লাভনী, জাহরা, জাফরিন, ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইয়াশদুহা, মৌটুশী, তানজিলা,৩য় বর্ষের শিক্ষার্থী মৌমিতা, শান্তা, তানিয়া,২য় বর্ষের শিক্ষার্থী আয়েশা, সুমাইয়া, রিয়া, নিশাদ, ইফা, সামিনা, মাইয়াশা, আসিয়া, সাহবিয়া, শাহানারা, তাওহিদা প্রমুুুখ। খবর৭১/এস: