ধানের শীষের চূড়ান্ত মেয়র প্রার্থী ঘোষণা সোমবার : রিজভী

0
400

খবর ৭১: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী প্রত্যাশীদের মনোনয়ন বোর্ডের সঙ্গে সাক্ষাৎকার শেষে আগামীকাল সোমবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, আমি আশা করছি, আগামীকালই হয়তো মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের পরে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

রিজভী জানান, যারা ধানের শীষের প্রার্থী হতে ইচ্ছুক, তারা আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করবেন। এরপর আগামীকাল বিকেল ৪টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দিবেন। ওইদিন রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে তারা মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দিবেন।

এদিকে ডিএনসিসি নির্বাচনকে কেন্দ্র করে রোববার সকাল ১১টা থেকে মনোনয়ন বিক্রি শুরু করেছে বিএনপি। দলটির মনোনয়নপত্র ১০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। আগামীকাল বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দিতে হবে।

দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী পাঁচজন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। সকাল ১১টায় বিএনপির সহ-প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, দুপুর সাড়ে ১২টায় দলের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং দুপুর ১২টা ৪৩ মিনিটে নগর বিএনপির (উত্তর) সভাপতি এম এ কায়ুইম মনোনয়নপত্র ক্রয় করেন। তবে কায়ুইমের পক্ষে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত মনোনয়ন ফরম ক্রয় করেন।
দুপুর দেড়টায় দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন মনোনয়ন ফরম ক্রয় করেন। বিকেল পৌনে ৩টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাবিথ আউয়াল মনোনয়ন ফরম কেনেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here