খবর৭১: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার পর থেকে কোনো ফ্লাইট বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের ডিউটি অফিসার ফরিদউদ্দিন আহমেদ। তিনি বলেন, কুয়াশা কেটে গেলে যথারীতি ফ্লাইট চালু হবে।
ঘন কুয়াশার কারণে গত কয়েক সপ্তাহ ধরে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে প্রতিদিন ৮-৯ ঘণ্টা বিমানচলাচল বন্ধ থাকছে। উড়তে পারছে না অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের কোনো উড়োজাহাজ। ভেঙে পড়েছে সব বিমানের ফ্লাইট সিডিউল।
খবর৭১/জি: