রোববার নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন রাষ্ট্রপতি

0
388

খবর ৭১: রোববার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শনে যাচ্ছেন তিনি।
শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্বর্ণদ্বীপে পৌঁছার পর সেনাবাহিনী প্রধান আবু বেলাল মো. শফিউল হক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

এছাড়া রাষ্ট্রপতি স্বর্ণদ্বীপে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সেনাবাহিনী কর্তৃক তৈরি বিদেশি নারিকেল বাগান, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজ ও সামরিক বাহিনীর ডেইরি ফার্ম পরিদর্শন করবেন।

রোববার বিকালে আবদুল হামিদ ঢাকায় ফিরবেন বলে জানানপ্রেস সচিব জয়নাল আবেদীন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here