খবর ৭১: ইয়ুথ ফর এক্সপ্লোরিং ট্যুরিজম-এর আয়োজনে মেঘনা ব্যাংক Tap ‘n Pay নিবেদিত দু’দিনব্যাপী ‘পৌষ পার্বণ-১৪২৪’ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ও অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায়। প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। আলোচনায় অংশ গ্রহণ করেন মোবিলিটি আই ট্যাপ পে (বাংলাদেশ) লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. কামরুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ ফর এক্সপ্লোরিং ট্যুরিজম-এর সভাপতি তানভীর রুসমত।আজ শনিবার পৌষ পার্বণ ও পিঠা উৎসবের সমাপ্তি হয়।