দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়-৯৯ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার বিকেলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদস্য শাহীদুর রহমান কয়েনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউএনও শাহেদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক উপজেলা শিক্ষা অফিসার একেএম রেজাউল হক, সদস্য সমাজ সেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল বাশার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুণ্ডু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, প্রধান শিক্ষক শাহীনুর রহমান, ব্যবসায়ী জাকির হোসেন তালুকদার, প্রভাষক পরিমল চৌধুরী, দুপচাঁচিয়া শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়-৯৯ এর প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী শিক্ষক আব্দুল মোত্তালিব, জুগোল কুমার, সুরভী রানী, এলএমএসএস মোবাশ্বের হোসেন প্রমুখ। সভায় বক্তারা ঝরে পড়া শিশুদের শিক্ষার আলো দিয়ে বিকশিত করার লক্ষ্যে দুপচাঁচিয়া শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়-৯৯ এ শিক্ষার্থী ভর্তির জন্য সকলের প্রতি আহবান জানান।
খবর ৭১/ এস: