আগামী নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে : আনোয়ার হোসেন মঞ্জু

0
621
dav

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টীর (জাপা-মঞ্জু) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আগামী নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে এবং আমরা নির্বাচণে অংশ নেব। তবে আমরা নিজ দলীয় ভাবে নাকি শরীক দলের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেব সে ব্যাপারে একমাত্র আল্লাহ জানেন। এখনও কোন সিদ্ধান্ত নেইনি। বৃহষ্পতিবার সন্ধায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এর আগে সন্ধায় তিনি টুঙ্গিপাড়ায় পৌছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের প্রধান প্রকৌশলী এ কে এম অহেদ উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম ও নির্বাহী প্রকৌশলী গোপালগঞ্জ মোঃ সফিউদ্দিনসহ পানি উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here