গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। বেশি কষ্ট পাচ্ছে জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ গুলি। জেলার সর্বনিন্ম তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
অপরদিকে গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ’র সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। সন্ধ্যা না হতেই পুরো জেলা শহর ঢেকে যায় কুয়াশার চাদরে। ভোরেও সূর্যের মুখ ঢাকা পড়ে থাকে কুয়াশায়। অন্য দিকে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ফলে ভিড় বাড়ছে জেলার হাসপাতালগুলোতে।
গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু সুফিয়ান জানান, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে আরো দু-তিন দিন মাঝারি ধরনের শৈত প্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি।
খবর ৭১/ এস: