চুয়াডাঙ্গায় শৈতপ্রবাহে জনজীবন অচল তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

0
379

আব্দুস সালাম প্রতিনিধি চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গায় তীব্র শৈত প্রবাহ বয়ে চলেছে। এতে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেনা। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জেলার সর্বন্মিন তাপমাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
আকষ্মিক এই শীতের কারণে শীতার্ত মানুষ চরম দূর্ভোগে পড়েছে। এদিকে শীতের পাশাপাশি ঘনকুয়াশার কারণে যানবাহন চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এ খবর লেখার সময় যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে শীতার্ত মানুষের জন্য বিতরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ হাজার ৯১৩ টি কম্বল পাওয়া গেছে। ইতিমধ্যে সেগুলো বিতরণ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, চলতি মৌসুমে আ্জ সর্বন্মিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here