খবর ৭১: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন করবো। তবে সেই নির্বাচন নির্ভেজাল হতে হবে। নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পাঁচ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন জাতি গ্রহণ করবে না। এমন নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আওয়াজ তুলবে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা আলোচনা করবো, প্রয়োজনে আন্দোলনও করবো। আর এভাবেই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো।
আব্দুল্লাহ আল নোমান বলেন, জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। কারণ আমরা যুদ্ধ করে দেশে যে স্বাধীনতা এনেছিলাম, সেই স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আর এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি ইসমাইল তালুকদার খোকন এতে সভাপতিত্ব করেন।