খবর৭১: বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যা উকিল নোটিশ দেওয়া হয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে ভুয়া উকিল নোটিশ দেয়া হয়েছে, তার জবাব উকিল নোটিশের মাধ্যমেই দেয়া হবে। পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ‘জোড়া তালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে’ এমন বক্তব্যের জন্য তাকে উকিল নোটিশ দেয়া হবে। বিএনপিকে অপেক্ষা করতে হবে সেই উকিল নোটিশের জন্য।’
জিয়া পরিবারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘মিডিয়ায় প্রকাশিত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রধানমন্ত্রী সংসদে একটি পরিবারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তাদের দুর্নীতির কেচ্ছা রূপকথাকেও হার মানায়। প্রধানমন্ত্রী সত্য কথা বলে তাদের হাড়ি হাটে ভেঙে দিয়েছেন।’
শুক্রবার (১২ জানুয়ারি) কমলাপুর রেলস্টেশনে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বলছেন পদ্মা সেতুর ডিজাইনে ভুল আছে। তথ্য উপাত্ত নিয়ে প্রমাণ করতে আসুন। ডিজাইনের কোথায় ভুল, কোথায় কারিগরি ভুল আছে যদি না পারেন আপনাকেও উকিল নোটিশ পাঠানো হবে।’
জামায়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে প্রার্থী দিচ্ছে, নিবন্ধিত দল ছাড়া অন্য কেউ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেখুন এই প্রশ্নের জবাব দেবে নির্বাচন কমিশন। তা আমি দিতে পারি না। আমি যতটুকু জানি এখানে নিবন্ধিত কোন দল ছাড়া অন্য কেউ অংশগ্রহণ করা কথা নয়। কমিশন এলাও (অনুমোদন) করা ঠিক না।’
বিএনপি সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে রাজনীতি করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শীতার্ত মানুষের পাশে এক মাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল দাঁড়ায়নি। বিএনপি একদিনের জন্য লোক দেখাতে যায়। আবার ফটোসেশন করে চলে আসে। আওয়ামী লীগ এবছর শীতার্ত মানুষের মাঝে ১ কোটি কম্বল বিতরণ করবে। রোহিঙ্গাদের মাঝে ইতোমধ্যেই কয়েক লক্ষ কম্বল বিতরণ করা হয়েছে।’
বিশেষ বিশেষ দিনে জঙ্গিদের উৎপাত বেড়ে যায় এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশের আইনশৃঙ্খল বাহিনী সমসাময়িক বিশ্বে রোল মডেল। আমরাতো জঙ্গি দমন করছি। আজকেও আইনশৃঙ্খলা বাহিনী একটি অভিযান করেছে। সেখানে জঙ্গিদের প্রতিরোধ করেছে ও পরাজিত করেছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, ঢাকা দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
খবর৭১/এস: