মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজীপুরে প্রধান শিক্ষকের হঠকারিতায় শিক্ষাবি ত হচ্ছে জিওল নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয়রা বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, চরা লের খাসরাজবাড়ি ইউনিয়নের জিওল গ্রামের নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কয়েক বছর আগে যমুনার ভাঙনের কবলে পড়ে। ফলে বিদ্যালয়টি চরগিরিশ ইউনিয়নে স্থানান্তর করা হয়। ছয় বছর আগে ওই বিদ্যালয়ের নিজস্ব জায়গা (যার দাগ নং ২২/২৩ খতিয়ান নম্বর-৩ মৌজা- জিওল, দলিল নং-৩৫০) জিওল গ্রামের চর আবার জেগে ওঠে এবং লোকজন বসতি স্থাপন করে। তিন বছর আগে সেখানে একটি সরকারি কমিউনিটি ক্লিনিকও গড়ে ওঠে। ওই গ্রামে প্রায় কয়েকশ’ শিক্ষার্থী রয়েছে। তাই বিদ্যালয়টি স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বাড়ির পাশে বিদ্যালয়টি স্থাপন করে সেখানেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
অথচ ওই স্থানান্তরকৃত বিদ্যালয়ের আধা কিলোমিটারের মধ্যে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। ফলে বিদ্যালয়টিতে বর্তমানে ৫০ জন ছাত্রছাত্রীর খাতায় নাম লেখা থাকলেও তারা নিয়মিত স্কুলে আসে না। এ ব্যাপারে জিওল নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন জানান, জিওল গ্রামের স্কুলের জমি নদীর কিনারে হওয়ায় এখানে বিদ্যালয়টি চালানো হচ্ছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মঈনুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। বর্তমানে যেখানে বিদ্যালয়টি রয়েছে সেটাও স্কুলেরই জমি। তবে অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে
খবর৭১/এস: