খবর৭১: রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। অভিযানে ভেতরে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করছে র্যাব।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে এই অভিযান শুরু হয়। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টা এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
শুক্রবার সকালে র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে র্যাবের একটি দল তেজকুনিপাড়ার ছয়তলা বিশিষ্ট একটি বাড়ি ঘিরে ফেলে। পরে বাড়িটির পাঁচ তলায় অবস্থিত জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গেলে জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এতে বেশ কয়েকজন জঙ্গি নিহত হন। আহত হন র্যাবের দুই সদস্যও।
এর পর সকাল সোয়া ৭টার দিকে তিনি বলেন, ‘৬ তলা ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা অবস্থান করছে। র্যাবের গুলিতে ভেতরে একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেতরের সার্বিক অবস্থা এখনও স্পষ্ট নয়।’
খবর৭২/জি;