হেদায়েত হোসাইন লিটন বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে তিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে উন্নয়ন মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এদিন দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রমুখ। এবার এই উন্নয়মেলায় বাগেরহাটের বিভিন্ন সরকারি দপ্তর ৭৫টি স্টল নিয়ে বসেছে। তিনদিনের অনুষ্ঠান মালায় রয়েছে উন্নয়নমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংষ্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পটগান ও পুরস্কার বিতরণ।
খবর ৭১/ এস: