তালায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

0
387

খবর৭১:
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে রূপকল্প- ২০২১ এবং ভিশন-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারী) থেকে সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তালা উপজেলা প্রশাসন আয়োজিত উপ-শহরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এবং তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের স ালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক এমএ কাশেম, কেন্দ্রীয় যুবলীগৈর সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, শিক্ষা অফিসার (প্রাথমিক) মোঃ অহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, তালা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান প্রমুখ। তিন দিনব্যাপী উক্ত উন্নয়ন মেলায় প্রায় ৫০ টি ষ্টল তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here