জগন্নাথপুর প্রতিনিধি:-
উন্নয়নের রোল মডেল শেখ হাসিানর বাংলাদেশ স্লোগানে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজনদের অংশ গ্রহনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এসে শেষ হয়। আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত উন্নয়ন মেলার স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, সাংবাদিক অমিত দেব। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। উন্নয়ন মেলায় ৪৩টি স্টলে ৫৬টি প্রতিষ্টান অংশ নেয়।
খবর৭১/এস: