খবর৭১::আগামী ১৬ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সফরে আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ সময় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয়া হবে।
জানা যায়, সাবেক এই রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। এসময় তিনি বিট্রিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টার দ্য সূর্যসেন ও প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল পরির্দশন করবেন এবং বাংলা বিভাগে মধ্যাহ্নভোজে অংশ নিবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার উদ্দেশ্যে স্মারক বক্তৃতা রাখবেন।
এদিকে একই দিন স্পেশাল সমাবর্তনের মাধ্যমে প্রণব মুখার্জিকে সম্মাননাসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫২৩তম জরুরি সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে বলেও জানা যায়।
তবে প্রণব মুখার্জিকে কোন ধরনের নিরাপত্তা দেয়া হবে তা বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় নির্ধারণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননাসূচক ডি. লিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সিন্ডিকেট সভায় এটি অনুমোদনও হয়েছে। এখন শুধু রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে।’
খবর৭১/এস: