যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন উইনফ্রে

0
521

খবর৭১: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা ভাবছেন দেশটির জনপ্রিয় টেলিভিশন টকশো’ উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। সোমবার সিএনএন’কে উইনফ্রে’র দুই ঘনিষ্ঠ বন্ধু জানান, তিনি খুব “সক্রিয়ভাবেই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা” করছেন।

গোল্ডেন গ্লোবসের সানডে নাইটে ব্যতিক্রমী বক্তৃতা দিয়েছেন অপরাহ উইনফ্রে। তার ওই বক্তব্যের পরই ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইনফ্রে লড়তে পারেন বলে জল্পনা সৃষ্টি হয়েছে।

তবে অপরাহের একজন প্রতিনিধির কাছে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

মার্কিন রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। এ বছর মধ্যবর্তী নির্বাচনের পর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এখন থেকেই প্রেসিডেন্ট পদে লড়াইয়ে অনেক প্রার্থী মনোনয়ন পেতে ডেমোক্রেট ও আইওয়ায় দলটির কার্যালয়ে দৌঁড়-ঝাঁপ শুরু করেছেন।

রোববার অপরাহ উইনফ্রে গোল্ডেন গ্লোবসের সিসিল বি. ডিমেল পুরস্কার নেওয়ার পর বিনোদন দুনিয়ায় ‘প্রেসিডেন্ট উইনফ্রে’ রব ওঠে। এরপর দিন সকালে টিভি চ্যানেলগুলোতে ‘প্রেসিডেন্ট পদে অপরাহ’ শিরোনামে দিনের প্রধান খবর প্রচারিত হয়।

এদিকে, ২০১৭ সালের মার্চে ব্লুমবার্গের ডেভিড রুবেনস্টেইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন নির্বাচনে লড়াইয়ের কথা ভাবছেন বলে জানিয়েছিলেন অপরাহ উইনফ্রে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here