খবর৭১: সরকারের ব্যর্থতার দাবি তুলে শ্রীলঙ্কায় আলোচিত সম্পাদক লাসান্থা উইকরেমাতুঙ্গ হত্যাকাণ্ডের বিচার চেয়েছে তার পরিবার।
সোমবার লাসান্থার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
লঙ্কান গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, লাসান্থা দেশটির সাবেক প্রশাসনের কট্টর সমালোচক। তিনি তৎকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী গোতাভাইয়া রাজাপাকসের দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন।
আর তাই হত্যার মধ্য দিয়ে তাকে দমানোর চেষ্টা করা হয়েছিল বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
সম্পাদক লাসান্থা হত্যা মামলার প্রধান অভিযুক্ত রাজাপাকসের ভাই। হত্যাকাণ্ডটি সাবেক প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসের শাসন আমলে শ্রীলংকায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকেও সামনে তুলে ধরে।
২০১৫ সালে প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা ক্ষমতায় এলে তিনি এই হত্যাকারীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এই মামলায় এখনও পর্যন্ত কারও বিচার হয়নি।
খবর৭১/জি: