খবর৭১: আর্সেনাল ছাড়তে চলেছেন আলেক্সিস সানচেজ। চলতি সপ্তাহেই ম্যানচেস্টার সিটিতে দেখা যেতে পারে তাকে। বিশেষ করে গ্যাব্রিয়েল জিসাসের ইনজুরির পর নড়েচড়ে বসেছে ম্যান সিটি। ৩৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে চিলিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চলেছে পেপ গার্দিওলার দল।
জানা গেছে, আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গার আগে সানচেজকে ধরে রাখতে দৃঢ়চিত্ত ছিলেন। কিন্তু কিছু কারণে তিনি সানচেজের ট্রান্সফারের বিষয়ে রাজি হয়েছেন। এর মধ্যে ড্রেসিং রুমে সানচেজের আচার ব্যবহারে নাকি দলের অন্য খেলোয়াড়রা ক্ষুব্ধ। এই বিষয়টি আর্সেন ওয়েঙ্গারকে প্রভাবিত করেছে।
আলেক্সিস সানচেজ ২০১১-২০১৪ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছিলেন। এরপর তিনি আসেন ইংলিশ ক্লাব আর্সেনালে। এবার আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে চলেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি
খবর৭১/জি: