খবর৭১: তফসিল ঘোষণার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। তবে প্রার্থী হিসেবে গত নির্বাচনের প্রার্থী তাবিথ আউয়ালকে নিয়ে আলোচনা হলেও প্রার্থীর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।
রাত সোয়া নয়টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠকটি শেষ হয় রাত সোয়া ১১টায়।
বৈঠক শেষে জোটের শরিক দল এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ঢাকাটাইমসকে বলেন, বৈঠকের মূল বিষয় ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে দলীয় প্রার্থীর বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। গতবার নির্বাচনে অংশ নেয়া তাবিথ আউয়ালকে নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা। তা হলো- প্রথম ডিএনসিসি নির্বাচন। বৈঠকে জোটের নেতারা বলেছেন ডিএনসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ২০ দলীয় জোট। প্রার্থী চূড়ান্ত করতে বেগম জিয়ার ওপর পুরো দায়িত্ব দেয়া হয়েছে। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকে প্রার্থী মনোনীত করবেন। জোটের নেতারা তার পক্ষে মাঠে কাজ করবেন।
গোলাম মোস্তফা বলেন, জোটের কয়েকজন নেতা তাবিথ আউয়ালকে নিয়ে আলোচনা করলেও প্রার্থী হিসেবে তাবিথ চূড়ান্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া রাজধানীতে আইনজীবীদের নিয়ে একটি মহাসমাবেশ এবং ইসলামী দলগুলো নিয়ে আরেকটি সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র মতে, বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম বলেন, ‘ম্যাডাম তফসিল ঘোষণার আগে অনেকেই প্রার্থী ঘোষণা করে থাকে। আমরাও করেছি। তবে সিদ্ধান্ত আপনার। আপনি যাকে প্রার্থী হিসেবে যোগ্য মনে করেন তাকে আমরা সমর্থন জানাবো।’
এছাড়া বৈঠকে আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। তা হলো খালেদা জিয়াকে বাইরে রেখে আগামী নির্বাচনে জোটের কেউ অংশ নেবে না বৈঠকে জোট নেতারা বিএনপি চেয়ারপারসনকে এমন আশ্বাস দিয়েছেন।
এছাড়া বৈঠকে হঠাৎ করে ঢাকা উত্তরে জামায়াত নেতা সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী ঘোষণা করায় জোট নেতাদের কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ আকার ইঙ্গিতে তাদের প্রার্থী প্রত্যাহারের কথা বলেন।
সবশেষ, বৈঠকে জামায়াতের প্রতিনিধি আব্দুল হালিম বলেছেন, এটা অনানুষ্ঠানিকভাবে দেয়া হয়েছে। জোটের সিদ্ধান্ত হলে দলীয় সিদ্ধান্ত পাল্টানো যাবে।
বৈঠকে জোট নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি রেহানা প্রধান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামীক ঐক্যজোটের আব্দুর রকিব, খেলাফত মজলিসের আহমেদ আব্দুর কাদের, ন্যাপ ভাসানীর আজারুল ইসলাম, জমিয়তে ওলামা ইসলামের আবদুর রব ইউসুফী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ।
আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
খবর৭২/জি: