খবর৭১: ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটির পরিচালক মাইক পম্পে রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ঘোষণা করেন।
একইসঙ্গে তিনি ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সমর্থন করে বলেন, আমেরিকা এই সমঝোতায় থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের রয়েছে।
সোমবার (০৮ জানুয়ারি) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডেতে এ খবর প্রকাশ করা হয়। খবরে বলা হয়,এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ আমেরিকার বহু কর্মকর্তা ইরানের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করলেন।
সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি শহরে বিক্ষোভ করে সাধারণ মানুষ। যদিও সেই বিক্ষোভ এখন অনেকটাই ভাটা পড়ে গেছে। গত বুধবার থেকে ইরানজুড়ে সরকারের সমর্থনে শোভাযাত্রা বের হতে দেখা গেছে।
খবর৭১/এস: