সৌদিতে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

0
600

খবর৭১: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় সাত বাংলাদেশী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন- নরসিংদী জেলার মোহাম্মদ ইদন ও আমির, নারায়ণগঞ্জের মোহাম্মদ মতিউর, টাঙ্গাইলের জমসের এবং সিরাজগঞ্জের দুলাল ও আল-ফাহাদ।

সৌদিতে কর্মরত একজন বাংলাদেশী জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। শনিবার তারা একটি পিকাআপ ভ্যানে করে কাজে যাচ্ছিলেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই আটজন মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। আর আহত বাকি সাতজনের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here