নড়াইলের পল্লীতে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

0
372
Exif_JPEG_420

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি- নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামে বাবর আলী (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। নিহত বাবর আলী ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া বাগডাঙ্গা গ্রামের নাসিরের পুত্র। অভিযুক্ত ব্যক্তির নাম আলে খাঁ (৪০)। সে নড়াইল সদর উপজেলাধীন ধোন্দা গ্রামের মোসলেম খাঁর ছেলে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বাবর দীর্ঘদিন ধরে ধোন্দা গ্রামে তার মামার বাড়িতে অবস্থান করতো। মঙ্গলবার ভোর পাঁচটার সময় অসুস্থ বলে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে খুনের রহস্য জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here