উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবারের ন্যায় মেলার আয়োজন করা হয়েছে। হাজার হাজার দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সক্রিয় রয়েছেন। গতকাল রাত সাড়ে ১০-টার দিকে নড়াইলের রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির এটিএসআই শাহাদৎ হোসেন মেলায় তার দায়িত্ব পালন করছিলেন। এমন সময় কয়েকজন বখাটে মেলার অভ্যন্তরে প্রবেশ করে মেয়েদেরকে উত্যক্ত করতে থাকে। এ ঘটনায় শাহাদৎ হোসেন তাদেরকে বাঁধা দেয়। এতে করে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শাহাদৎ হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে বখাটেরা দ্রুত স্থান ত্যাগ করে। পালানোর সময় কুড়িগ্রামের বাসিন্দা মৃত কিশোর কুন্ডুর বখাটে পুত্র কুশল কুন্ডু (২২) পুলিশের হাতে আটক হয়। পরদিন সকালে চিকিৎসা শেষে এটিএসআই শাহাদৎ হোসেন বাদী হয়ে কুশল কুন্ডুসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় ১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেন। আটক কুশল কুন্ডু এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ হেফাযতে ছিলেন। এ ব্যাপারে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মেলায় সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষে সিসি টিভির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ রয়েছে। মেলায় কেউ বখাটেপনা করলে এবং মেয়েদের উত্যক্ত করার অভিযোগ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
নড়াইল মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের নতুন বছরের উপহার ৯ কোটি টাকার বিশুদ্ধ পানির নিশ্চয়তা পাচ্ছে পৌরবাসী!
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-(রবিবার ৩১-ডিসেম্বর) ২৭৪-
নড়াইল মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের নতুন বছরের উপহার ৯ কোটি টাকার বিশুদ্ধ পানির নিশ্চয়তা পাচ্ছে পৌরবাসী-৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পানি শোধনাগারের (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) কাজ প্রায় শেষের দিকে। শুধু বর্জ্য পানি অপসারণের ড্রেনেজ ব্যবস্থার কাজ বাকি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তিন-চার মাসের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে। তার পরই শোধনাগারটি চালু করা যাবে। এটি হলে নড়াইল পৌর এলাকার ২ হাজার ৯৪৩ জন গ্রাহকের বিশুদ্ধ পানির চাহিদা মিটিয়ে আশপাশের এলাকার মানুষও উপকৃত হবেন। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০১৪ সালের অক্টোবর নড়াইল শহরের কুরিগ্রাম এলাকায় ৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণের কাজ শুরু হয়। শি-এমটি অ্যান্ড এসএস কনসোর্টিয়াম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ করছে। এরই মধ্যে পানি শোধনের সব অবকাঠামো, বিদ্যুত্ ব্যবস্থা, পাম্পসহ প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো নির্মাণের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবুল হাসেম শেখ জানান, পৌরসভার তিনটি পাম্প থেকে পানি এ শোধানাগারে আসবে। এরপর দুবার রাসায়নিক মেশানোসহ মোট ছয়টি ধাপ শেষে পানি শোধন হবে। পানি শোধনের পর বর্জ্য পানি ড্রেনের মাধ্যমে অপসারণ করা হবে। এ শোধনাগার থেকে ঘণ্টায় ৩৫০ ঘনলিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। নড়াইল পৌরসভার বর্তমানে যে চাহিদা রয়েছে, এটি তার চেয়ে তিন গুণ বেশি। বর্তমানে নড়াইল পৌরসভার ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত আয়রন এবং সাপ্লাই পানিতে ময়লা। নতুন প্লান্ট চালু হলে পৌর এলাকার মানুষের বিশুদ্ধ খাবার পানি পাওয়া নিশ্চিত হবে। পৌর এলাকার গৃহিণী সায়লা সারমিন বলেন, পৌরসভার সাপ্লাই পানিতে অতিরিক্ত আয়রন আর ময়লা। এ পানি ব্যবহারের জন্যও উপযোগী নয়। তাছাড়া পানি সরবরাহ ব্যবস্থাও ভালো নয়। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের বিশুদ্ধ পানি পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার! নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার মো. আসাদুজ্জামান বলেন, নড়াইলের পানিতে অতিরিক্ত আয়রন, লবণাক্ততা রয়েছে। এ পানি পান করলে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগ হতে পারে। এ পানিতে কাপড়ও নষ্ট হয়ে যায়। পানি শোধনাগার হলে ধনী-গরিব সবাই এ বিশুদ্ধ পানির সুবিধা পাবে। শোধনাগার নির্মাণের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম কায়েচ আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, শোধনাগারের বর্জ্য পানি অপসারণের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কিছুটা জটিলতা ছিল, এখন কেটে গেছে। ৭০ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হবে। সবদিকে ১৩ কিলোমিটার এলাকার মানুষ এ পানির সুবিধা পাবেন। ২০১৯ সালের জুন পর্যন্ত এ প্রকল্পের সময় থাকলেও চার মাসের মধ্যে বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছেন তিনি। এদিকে শোধনাগার নির্মাণ শেষে সেটি হস্তান্তর করা হবে নড়াইল পৌরসভার কাছে। এ ব্যাপারে মেয়র জাহাঙ্গীর বিশ্বাস বলেন, প্রথম অবস্থায় পৌরসভার ২ হাজার ৯৪৩ জন গ্রাহক এ বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করবেন। পরবর্তীতে গ্রাহক বাড়বে। বর্তমানে পৌরসভার সাপ্লাই পানির জন্য মাসিক ২০০ টাকা বিল দিতে হয়। তবে ট্রিটমেন্ট প্লান্টের পানি সাপ্লাই লাইনে যুক্ত হলে দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন মেয়র।# ছবি সংযুক্ত
নড়াইলে গ্রামবাংলার কবি গানের আসর
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-(রবিবার ৩১-ডিসেম্বর) ২৭৪-
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বড়েন্দার গ্রামে তেভাগা আন্দোলনের অন্যতম পুরধা, আজীবন বিপ্লবী কমিউনিষ্ট কমরেড় হেমন্ত সরকারের ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, বড়েন্দার কমরেড় হেমন্ত সরকারের সমাধী মাঠ প্রাঙ্গনে মেম্বর সুন্দরী বালা বাগচীর উদ্যোগে এবং গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় কবি গান অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, জানা যায় কবি গানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, কমরেড হেমন্ত সরকার ১৯১৪ সালের নড়াইলের সদর উপজেলার বড়েন্দার গ্রামের জন্মগ্রহণ করেন। তার পিতা নেপাল সরকার এবং মাতা তৃনলতা সরকার। হেমন্ত সরকার ছিলেন ৫ ভাই ও ২ বোন । হেমন্ত সরকারের ছোট দিদি মানষি সরকার ছিলেন তৎকালিন ভারতের মহিলা কমিউনিষ্ট পার্টির এক জন সদস্য। জানা যায় এই দিদির হাত ধরেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন। গ্রামের স্কুলেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়।এবং অল্প কিছু দিন লেখাপড়ার পর তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। কমরেড হেমন্ত সরকার (২৮ ডিসেম্বর ১৯৯৮ ইং) মৃত্যু বরন করেন।ছবি সংযুক্ত
নড়াইলে গ্রামবাসীদের মধ্যে”বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী”বই প্রদান
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-(রবিবার ৩১-ডিসেম্বর) ২৭৪-
তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করবার লক্ষে নড়াইলে মতবিনিময় কার্যক্রম শুরু করেছেন নড়াইল জেলা আওয়ামীলীগ নেতা শরীফ মনিরুজ্জামান। বিভিন্ন গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের সাথে শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলকে সুসংগঠিত করবার জন্যে তৃণমূলের নেতা-কর্মীদের নানা সুবিধা-অসুবিধা ও সম্ভাবনার বিষয়ে কোটাকোল লঞ্চঘাট সংলগ্ন মাদ্রাসা মাঠে কোটাকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বি,এম আসলাম হোসেন টুটুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামীলীগ নেতা সরদার আব্দুল হাই, মোঃ শাহিদুল ইসলাম সাবু, মোঃ শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মোজাম খান, ইউপি মেম্বর মোঃ বায়েজিদ শেখ, বিএম হাদিউজ্জামান, খন্দকার ইকরাম প্রমুখ। সভা শেষে ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীসহ গ্রামবাসীদের মধ্যে শরীফ মনিরুজ্জামানের অর্থায়নে প্রায় ২০০ কপি ”বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” নামক বই প্রদান করা হয়। ছবি সংযুক্ত
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে..!!
অভ্যন্তরীণ কোন্দলে পুলিশকে হয়রানির অভিযোগ
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-সক্রবার(২৯ ডিসেম্বর)২৭৪- একটি অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে পুলিশকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর থানার এসআই ভবতোষ রায়, এসআই খাইরুল ইসলামকে অভিযুক্ত করেছেন এক নারী। অভিযোগকারী ওই নারী অনু মল্লিক (২০)। তিনি নড়াইল সদর উপজেলাধীন বীড়গ্রামের বুলু মল্লিকের স্ত্রী। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, জানা যায়, গত ২১ নভেম্বর অনু মল্লিককে ওই এলাকার রতি বিশ্বাসের স্ত্রী বাসন্তী বিশ্বাস তাকে ফুসলিয়ে বাড়ি হতে বের করে নিয়ে যায়। এরপর বাসন্তীর অন্যান্য সহযোগীরা তাকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে যায়। তাকে মুখ বেঁধে যশোরের শার্শা থানার নিজামপুর গ্রামে নেয়া হয়। সেখানে তাকে একটি নির্জন এলাকার ঘরে আটকে রাখা হয়। নেশাদ্রব্য খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দফায় দফায় তাকে ধর্ষণ করে জয় নামের এক যুবক। অপহরণের দিন অনু মল্লিকের স্বামী বুলু মল্লিক নড়াইল সদর থানায় জিডি করলে সদর থানার এসআই খাইরুল ইসলাম, এসআই ভবতোষ রায়, ঘটনার ৪দিন পর অনুকে উদ্ধার করেন। এ ঘটনায় এ ঘটনায় এলাকার অভ্যন্তরীণ কোন্দলকে সামনে রেখে বুলু মল্লিক বাদী হয়ে এলাকার বেশ কয়েকজন বাসিন্দাকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই ভবতোষ রায় ও খাইরুল ইসলাম ঘটনার সাথে জয় নামক ওই যুবকের সম্পৃক্ততা পাওয়ায় জয়কে আসামি করার কথা বললে বুলু মল্লিক এড়িয়ে যান। এসআই ভবতোষ রায় ও খাইরুল ইসলাম বারবার মুল অভিযুক্ত জয়কে আসামি করার তাগাদা দিলে বুলু মল্লিক ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করেন। তারা বলছেন (বুলু ও অনু) এসআই ভবতোষ রায়কে আসামি ধরার জন্য ৯ হাজার টাকা দেওয়া হলেও পুলিশ আসামি না ধরে টালবাহানা করছে, যা সম্পূর্ণরূপে অস্বীকার করছেন এসআই ভবতোষ রায়। এসআই ভবতোষ রায় ও এসআই খাইরুল ইসলাম,সাংবাদিকদের জানান যৌথভাবে, জয় নামক ওই যুবক অনু অপহরণের মূল হোতা। অথচ অভ্যন্তরীণ কোন্দলে জয়কে আড়ালে রেখে ভুক্তভোগীরা অন্যান্য লোককে আসামি করেছে, যা আইনবিরোধী। আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। #
নড়াইলে রায় পাশা মহাশ্মশানের পাশ থেকে মুরগি বিক্রেতার লাশ উদ্ধার
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-সক্রবার(২৯ ডিসেম্বর)২৭৪- নড়াইলের কোটাকোল ইউনিয়নের রায়পাশা মহাশ্মশান এলাকার পাশ থেকে শাহজাহান ইসলাম নামে এক মুরগি বিক্রেতার লাশ উদ্ধার তরুণের লাশ উদ্ধার হয়েছে। তিনি ফেরি করে মুরগি বিক্রি করতেন। নিহত শাহজাহান ইসলাম (২১) পাশের দিঘলিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার রবিউল ইসলামের ছেলে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধুমতি নদীর পাড়ে রায়পাশা মহাশ্মশান এলাকার পাশের একটি বাগানে একজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানার এসআই সিদ্দিক আহম্মদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশ মরদেহের প্যান্টে রাখা একটি মোবাইল নম্বর দেখে সেই নম্বরে যোগাযোগ করে। খবর পেয়ে নিহত শাহজাহানের মা ঘটনাস্থলে এসে ছেলের লাশ শনাক্ত করেন। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত বুধবার সন্ধ্যায় আমার ছেলে বাড়ি ফেরেনি।’তিনি ছেলে ‘হত্যার’ বিচার চেয়ে অঝোরে কাঁদতে থাকেন। এসআই সিদ্দিক আহম্মদ, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, শাহজাহানকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের জানান, #
নড়াইলে দীর্ঘ ৯ বছর ক্রীড়া সংস্থার কমিটি নেই,ক্রীড়াঙ্গন,ব্যাহত হচ্ছে খেলা ধুলা
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-সক্রবার(২৯ ডিসেম্বর)২৭৪- নড়াইলের লোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থায় দীর্ঘ নয় বছর কমিটি নেই। এ কারণে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হচ্ছে না, ব্যাহত হচ্ছে খেলাধুলা। সংগঠকরা জানান, ২০০৮ সালে উপজেলা ক্রীড়া সংস্থার ত্রিবার্ষিক কমিটির মেয়াদ শেষ হয়। এর পর কর্তৃপক্ষ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন ঘোষণা করেন। নির্বাচনের দিন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ভোট স্থগিত করা হয়। এ ঘটনার পর উপজেলার ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা সম্ভব হয়নি। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, উপজেলা ক্রীড়া সংস্থায় দশটি পদ রয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি। এছাড়া দুইজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুইজন সহ-সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ছয়টি নির্বাহী সদস্য পদ রয়েছে। ক্রীড়া সংগঠক মাহাবুব আহম্মদ জানান, কমিটি থাকাকালে এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। প্রতিটি ইউনিয়নে গ্রামভিত্তিক ফুটবল, ভলিবল, ক্রিকেট, হাডুডুসহ নানা খেলাধুলার আয়োজন করা হতো। শুধু তা-ই না, ক্রীড়া সংস্থার উদ্যোগে খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হতো। ক্রীড়া সংস্থার উদ্যোগে ইউএনও কাপ, উপজেলা কাপসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হতো। কিন্তু কমিটি না থাকায় লোহাগড়ার ক্রীড়াঙ্গন প্রাণহীন ও অভিভাবকহীন হয়ে পড়েছে। অ্যাথলেটিকস কোচ ও ক্রীড়া সংগঠক দীলিপ চক্রবর্তী বলেন, ‘অ্যাথলেটিকসে স্কুল পর্যায়ে টানা দশবার জাতীয় পর্যায়ে দেশসেরা হয়েছে লোহাগড়া উপজেলা। কিন্তু এখন হ্যান্ডবল, ভলিবল, হকি, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলায় এ উপজেলার খেলোয়াড়রা জেলা বা বিভাগ পর্যায়ে যেতে পারছে না। উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় এসব খেলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।’তিনি দ্রুত উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনের দাবি জানান। উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, ‘তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির জন্য উপজেলা ক্রীড়া সংস্থার বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিন ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় লোহাগড়ার ক্রীড়াঙ্গনজুড়ে চরম স্থবিরতা বিরাজ করছে। সে কারণে কমিটি গঠন জরুরি।’নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু অভিযোগ করে বলেন, ‘জেলা প্রশাসক ও ইউএনওর সদিচ্ছার অভাবে কমিটি হচ্ছে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন,আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, কমিটি না থাকায় ক্রীড়ার সরকারি বরাদ্দ উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া কমিটি গঠন করার ক্ষেত্রে জটিলতাও রয়েছে। তবে শিগগির উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।# ছবি সংযুক্ত
নড়াইলে উপনির্বাচন চলাকালে:উত্তেজিত জনতা দুই চেয়ারম্যানকে পেটাল,পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ?
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ২৭৪-নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে উপনির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনকে পিটিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হামিদপুর ইউনিয়নের ভোমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, আহতরা হলেন- কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের চেয়্যারম্যান সিরাজুল ইসলাম হিরোক, পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, একই এলাকার রওশন কাজী ও সরোয়ার ভুইয়া। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, হামিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে চাচুড়ী ইউনিয়নের চেয়্যারম্যান সিরাজুল ইসলাম হিরোক ও পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনিসহ ৪ জন নির্বাচনী এলাকা ভোমবাগে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে বাধা দিলে তর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতার দুই চেয়ারম্যানসহ চারজনকে পিটিয়ে আহত করে। রির্টানিং অফিসার ও নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন জানান, ভোট কেন্দ্রের বাইরে কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তবে বহিরাগতরা নির্বাচনী এলাকায় প্রবেশ করে থাকলে তারা বিধি লঙ্ঘন করেছে। নড়াইলের কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। # ছবি সংযুক্ত
নড়াইল সুলতান মঞ্চে জাঁকজমকাল সাংস্কৃতিক অনুষ্ঠান
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ২৭৪-বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা’র জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শহরের সুলতান মঞ্চ চত্বরে মেলার খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও এসএস সুলতান ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, আশিকুর রহমান মিকু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী, গ্রামীণ ক্রীড়া উৎসব, সুলতান পদক প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে জাঁকজমকভাবে উদযাপন করতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের স্টল বসেছে। তবে, প্রথমদিনে মেলা তেমন জমে উঠেনি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্ম গ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এসএম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন ‘একুশে পদক’, ১৯৮৪ সালে ‘রেসিডেন্ট আর্টিস্ট’ ১৯৮৬ সালে ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ ছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার। সুলতানের শিল্পকর্মের বিষয়বস্তু ছিলো-কৃষক, জেলে, তাঁতি কামার, কুমার, মাঠ, নদী, হাওর, বাঁওড়, জঙ্গল, সবুজ প্রান্তর প্রভৃতি। চিত্রাঙ্কনের পাশাপাশি বাঁশি বাজাতেও পটু ছিলেন তিনি। তার সঙ্গী ছিলো-বিষধর সাপ, ভল্লুক, বানর, খরগোশ, মদনটাক, ময়না, গিনিপিক, মুনিয়া, ষাঁড়সহ বিভিন্ন পশু-পাখি। সুলতান হিংসা, বিদ্বেষ, হানাহানি মোটেও পছন্দ করতেন না বলে জানিয়েছেন চিত্রশিল্পী বলদেব অধিকারীসহ সুলতান ভক্তরা।।# ছবি সংযুক্তং
নড়াইলে হামিদপুর উপ-নির্বাচন সুষ্ঠুভাবে ভোট
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■-বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ২৭৪- নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পলি বেগম এবং বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এ ইউপিতে ভোটার সংখ্যা ১১ হাজার ৪৭৯। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৭৪৫ এবং নারী ভোটার ৫ হাজার ৭৩৪ জন। কেন্দ্রগুলোতে আইন-শৃংখলা রক্ষায় আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে। জানা যায়, গত ২৫ আগস্ট ভোরে ঘুমন্ত অবস্থায় হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৪৮) গাজীরহাট এলাকার নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। পলি নিহত চেয়ারম্যান নাহিদ মোল্যার স্ত্রী। এলাকাবাসী এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ মোল্যা আ’লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ হত্যা মামলার অন্যতম আসামি হলেন- হামিদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোহাম্মদ। সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন শতভাগ সুষ্ঠ, অবাধ শান্তিপূর্ণভাবে হবে। কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, # ছবি স
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী বলতে এস.এম সুলতান তাঁর কর্মগুণেই ক্ষমতা অর্জন
-অতিরিক্ত ডিআইজি সরদার রকিবুল ইসলাম
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী বলতে গেলে সর্বপ্রথম উঠে আসে এস.এম সুলতানের নাম। তিনি তাঁর স্বীয় কর্মগুণেই বিশ্ববরেণ্য হওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন। এস.এম সুলতানের জীবনী নিয়ে আলোকপাত করতে গিয়ে এসব কথা বলেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১০ দিনব্যাপি সুলতান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, তিনি আরও বলেন, এস.এম সুলতান সমগ্র বাংলাদেশের গর্ব। পূণ্যভূমি নড়াইলের সন্তান হওয়ায় তিনি নড়াইল জেলাকে বিশ্ব দরবারে মহিমান্বিত করেছেন। সুনিপুণ চিত্রকর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পীর খেতাব। এই মহৎপ্রাণ মানুষের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ কারণে তিনি আয়োজক কমিটিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তার বক্তব্যের বেশিরভাগ সময়ই এস.এম সুলতানের জীবনী নিয়ে আলোচনা করেন। সব শেষে নড়াইলবাসীকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।# ছবি সংযুক্ত
নড়াইলে জমে উষ্ঠেছে সুলতান মেলা, সুলতান প্রেমীদের সরব
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলে জমেঅষ্ঠেছে সুলতান মেলা ১০০টি ষ্টল বসেছে সুলতান প্রেমীদের সরব উপস্থিতিতে দশ দিনব্যাপী সুলতান মেলার। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিত এ মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো: এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বরুন কুমার বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস,সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অশিকুর রহমান মিকু,। মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্রকরে গতকাল সরকারি ভিক্টোরিয়া কলেজের সবুজ চত্বরে ভিন্ন আমেজ সৃষ্টি হয়। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ দুপুর থেকে মেলা প্রাঙ্গনে আসা শুরু করেন।বছর ঘুরে আসা এ মেলায় আসতে পেরে অনেকে গর্ববোধ করছেন।বিকেল গড়াতে গড়াতে এটি মিলন মেলায় পরিণত হয়।সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে।মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী,লাঠিখেলাসহ আকর্ষণীয় গ্রামীণ খেলাধুলা, জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের জীবন ও দর্শনসহ বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিদের জীবনী নিয়ে সেমিনার। এদিকে দশদিনব্যাপী সুলতান মেলাকে কেন্দ্র নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনগুলো জেগে উঠেছে। সাংস্কৃতিক কর্মীরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছেন সুলতান মেলায় তাদের সাংস্কৃতিক কর্মকান্ড তুলে ধরার জন্য। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১০০টি ষ্টল বসেছে। বক্তারা বলেন, সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী।সুলতান ছিলেন নড়াইল তথা বাংলার গৌরব।তাঁর অংকিত চিত্রকর্ম বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উচু করে দাঁড়ানোর পথ করে দিয়েছে।সুলতানের চিত্রকর্মের বিষয়বস্তু ছিল খেটে খাওয়া, শ্রমজীবি মানুষকে নিয়ে।তিনি শহুরে জীবন ত্যাগ করে মাটির টানে বারবার নড়াইলে ছুটে এসেছেন। সুলতান মেলাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেয়ার জন্য আহবান জানান বক্তারা।# ছবি সংযুক্ত
নড়াইলে মন্দির নির্মাণে সহযোগিতা
বুলু দাস সরদ প্রতিনিধি: নড়াইলের ঝামারঘোপ সার্বজনীন কালিমন্দির নির্মাণে আর্থিক সহযোগিতা করেছেন। বেলা ১১টার দিকে ঝামারঘোপ বাজার এলাকায় মন্দির কমিটির নের্তৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি হেম কুমার অধিকারী, সাধারণ সম্পাদক সুশান্ত শেরালী, সদস্য অমর বিশ্বাস, ধীরেন ঢালি, ঠাকুর দাস শিরোলী, নিশিত রায়, বিজন শেরালী, উপানন্দ্য বিশ্বাস, মোহন মোল্যা, শাহাবুদ্দিন প্রমুখ। প্রায় তিন শতক জায়গার ওপর একতলা মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। আগামি তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় কাজে আর্থিক সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। ঝামারঘোপ সার্বজনীন কালিমন্দির নির্মাণ কাজে অর্থ বরাদ্দসহ নড়াইলের বিভিন্ন এলাকায় আরো চারটি মন্দির নির্মাণ করবেন বলে জানিয়েছেন আমিনুর রহমান হিমু। এছাড়া মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ইতোমধ্যে আর্থিক সহযোগিতা দিয়েছেন তিনি। নড়াইলের শীর্তাত অসহায় মানুষের মাঝে সম্প্রতি কম্বল বিতরণ করেছেন নড়াইলের সন্তান শেখ আমিনুর রহমান হিমু। এসময় সাংবাদিকদের মোধে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ খান, ফরহাদ খান, মোঃ ইমরান হোসেন, হাফিজুল নিলু ,মৌসূমী হাফিজুল নিলু, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংবাদিক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মোল্যা বাগডংগা, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, একই পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান শাওন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের বুলু প্রমুখ।### ছবি সংযুক্ত
নড়াইলে জমে উষ্ঠেছে সুলতান, মেলায় বসেছে কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের ১০০টি ষ্টল
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■
বুলু দাস সরদ নড়াইলে জমেঅষ্ঠেছে সুলতান মেলা ১০০টি ষ্টল বসেছে সুলতান প্রেমীদের সরব উপস্থিতিতে দশ দিনব্যাপী সুলতান মেলার। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিত এ মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো: এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বরুন কুমার বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস,সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অশিকুর রহমান মিকু,। মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্রকরে গতকাল সরকারি ভিক্টোরিয়া কলেজের সবুজ চত্বরে ভিন্ন আমেজ সৃষ্টি হয়। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ দুপুর থেকে মেলা প্রাঙ্গনে আসা শুরু করেন।বছর ঘুরে আসা এ মেলায় আসতে পেরে অনেকে গর্ববোধ করছেন।বিকেল গড়াতে গড়াতে এটি মিলন মেলায় পরিণত হয়।সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে।মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী,লাঠিখেলাসহ আকর্ষণীয় গ্রামীণ খেলাধুলা, জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের জীবন ও দর্শনসহ বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিদের জীবনী নিয়ে সেমিনার। এদিকে দশদিনব্যাপী সুলতান মেলাকে কেন্দ্র নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনগুলো জেগে উঠেছে। সাংস্কৃতিক কর্মীরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছেন সুলতান মেলায় তাদের সাংস্কৃতিক কর্মকান্ড তুলে ধরার জন্য। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১০০টি ষ্টল বসেছে। বক্তারা বলেন, সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী।সুলতান ছিলেন নড়াইল তথা বাংলার গৌরব।তাঁর অংকিত চিত্রকর্ম বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উচু করে দাঁড়ানোর পথ করে দিয়েছে।সুলতানের চিত্রকর্মের বিষয়বস্তু ছিল খেটে খাওয়া, শ্রমজীবি মানুষকে নিয়ে।তিনি শহুরে জীবন ত্যাগ করে মাটির টানে বারবার নড়াইলে ছুটে এসেছেন। সুলতান মেলাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেয়ার জন্য আহবান জানান বক্তারা।# ছবি সংযুক্ত
নড়াইলে ফেনসিডিলসহ ১ পুলিশ সদস্য গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (০১ ডিসেম্বর, শুক্রবার-২৭৪:
নড়াইলে ১০ বোতল ফেনসিডিলসহ মুস্তাফিজুর রহমান নামের চাকরীচ্যুত এক পুলিশ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে নড়াইলের রামপুরা গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিমাই চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এএসআই ওবায়দুল্লাহ শেখ, নাজমুল হাসান ও শংকর চন্দ্র বর্মন আসামী মুস্তাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় মুস্তাফিজুরের গরুর খামার থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। থানার সেকেন্ড অফিসার কেএম জাফর আলী বলেন, এ বিষয়ে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। ###
নড়াইলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (০১ ডিসেম্বর, শুক্রবার-২৭৪:)
নড়াইলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে কার্ড দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।এ সময় পৌরমেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন,।প্রথম পর্যায় জেলার নড়াইল সদর উপজেলায় ৩ ডিসেম্বর থেকে এ কার্ড বিতরণ শুরু করা হবে। এ বিতরণ কার্যক্রম আগামী মার্চ মাস পর্যন্ত চলবে। এ পর্বে ২ লাখ ৩ হাজার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এ কার্যক্রমে যে সকল ব্যক্তি এ বছরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা ঘোষিত কার্যক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন না। পরবর্তীতে তাদের দেওয়া হবে। এছাড়া যাদের ভোটার আইডি হারিয়ে বা খোয়া গেছে এমন ভোটাররা স্ব স্ব থানায় একটি জিডি করতে হবে। নির্বাচন কমিশনের নির্ধারিত একটি ফরমে ভোটার আইডি চেয়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে নির্ধারিত ফি সোনালী ব্যাংক লিমিটেড জমাদান করে তার রশীদ ও জিডি’র একটি কপি সংযুক্ত করতে হবে।
নড়াইলে ১৩৭ পিছ বাবাসহ ২ ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (০১ ডিসেম্বর, শুক্রবার-২৭৪:
সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এর বলিষ্ঠ নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার গভীর রাতে ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নড়াইল সদর উপজেলধীন সীমাখালী এলাকার ইউসুফ শরীফের ছেলে সালমান সহিদ (৩০) ও নড়াইলের বন গ্রামের মৃত আক্কাস মুন্সির ছেলে মোকিম মুন্সি (৩৫)। অভিযানের সময় গ্রেফতারকৃত সালমান সহিদের কাছ থেকে ৭২ পিচ ইয়াবা ও মোকিম মুন্সির কাছ থেকে ৬৫ পিচসহ মোট ১৩৭ পিচ ইয়াবা পাওয়া যায়। ডিবি পুলিশের এসআই নয়ন পাটোয়ারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই জসরত আলী, এএসআই সোহেল, এএসআই জহির কনস্টেবল সোহাগ, রওশন, নাইম, শিপন, আজাদ হুসাইন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এর মধ্যে সালমান সহিদকে নড়াইল কালী মন্দির এর সামনে থেকে এবং মোকিম মুন্সিকে বাশগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে। সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইলকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সমাজের সুধীমহলসহ সাংবাদিকদের সার্বিক সহেযাগিতা কামনা করেছেন। এ পারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। ### ছবি সংযুক্ত
নড়াইলে গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতিকে বাচিয়ে রাখতে কালিয়ায় আনন্দ উৎসব
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ বৃহস্পতিবার (৩০ নভেম্বর-২৭৪):
নড়াইলে গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতিকে বাচিয়ে রাখতেস্থানীয় কৃষকদের সাথে সর্বস্তরের মানুষ উৎসবে মেতে ওঠে। দল বেধে জারি, সারি ও ভাটিয়ালী গান গেয়ে এবারের নবান্ন উৎসবে যোগ দেয় স্থানীয় কৃষকসহ সর্বস্তরের মানুষ বৃহস্পতিবার নবান্ন উৎসব ১৪২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ চত্ত্বরে বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত ওই উৎবের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মো.এমদাদুল হক চৌধুরী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলে কালিয়ায় জেলা কৃষি কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান,সহকারী কমিশনার (ভূমি)এবি সিদ্দিকী, কালিয়া শাখার কৃষি ব্যাংক ব্যবস্থাপক খম খলিলুর রহমান প্রমূখ। কৃষকের ঘরে নতুন ধান তোলার আনন্দ ভাগাভাগি করতে নবান্ন উৎসবে নতুন ধানের পিঠা তৈরী করে অতিথিদের আপ্যায়ন করাসহ নানা ধরনের সাজে সজ্জিত হয়ে স্থানীয় কৃষকদের সাথে সর্বস্তরের মানুষ উৎসবে মেতে ওঠে। দল বেধে জারি, সারি ও ভাটিয়ালী গান গেয়ে এবারের নবান্ন উৎসবে যোগ দেয় স্থানীয় কৃষকসহ সর্বস্তরের মানুষ।এবার নবান্ন উৎসব কালিয়া উপজেলা পরিষদের চত্ত্বর আনন্দ মেলায় পরিনত হয়ে ওঠে।# ছবি সংযুক্ত ৩০-১১-১৭
নড়াইলের নিয়োগ বানিজ্যের অভিযোগে-আদালতে মামলা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ বৃহস্পতিবার (৩০ নভেম্বর-২৭৪):
নড়াইল জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহৎ মাদ্রাসা শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ নিয়োগে দূর্নীতির অভিযোগ উঠেছে নিয়মনীতির তোয়াক্কা না করেই ম্যানেজিং কমিটির একাংশ কে ম্যানেজ করে। খোদ ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ও আরেক শক্তিশালী সদস্য এই নিয়োগ বানিজ্যের সাথে যুক্ত আছেন এমন অভিযোগ করে ৭ নভেম্বর আদালতে উক্ত নিয়োগে নিষেধাজ্ঞা জারীর জন্য মামলা করেছেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির এক সদস্য। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, এই নিয়ে গত কয়েকমাস ধরে জেলার সর্বত্র সমালোচনার ঝড় বয়ে যায়,পত্রপত্রিকায় খবর প্রকাশের পরে ও প্রভাবশালী দুই ব্যাক্তি অনৈতিক কাজ করে অবৈধ নিয়োগ প্রদানে একাট্টা হয়েছেন বলে মনে করছেন মাদ্রাসা সংশ্লিষ্টরা। খোজ নিয়ে জানা গেছে,শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদটি শুন্য হয় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর। এরপর ৩১ জানুয়ারী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়। পর্যাপ্ত সংখ্যক প্রার্থী আবেদন করেনি এমন অযুহাতে ম্যানেজিং কমিটি পরবর্তীতে ২৬ মে তারিখে পূনঃ নিয়াগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০১৭ সালের ১০ জুন আবেদন গ্রহনের শেষ তারিখ পর্যন্ত ১১টি আবেদন জমা পড়ে যা ৫ আগষ্টের সভায় উল্লেখ করা আছে। ঘোষিত তারিখের পরে একজন প্রার্থীর আবেদন জমা দেন মাদ্রাসার প্রভাবশালী সদস্য ড.আ ফ ম আকবর হোসেন। নিয়োগ বোর্ডের এই সদস্য তার পছন্দের প্রার্থী মাওলানা জালাল উদ্দিনের আবেদন জমা দিয়ে নিজ ক্ষমতায় ১৭ অক্টোবরের সভায় তা বৈধ করেন। বৈধ এগার জনের সাথে আরো একজন যোগ হয়ে ১২ জন হয়। মাদ্রাসা কমিটির খাতায় ৬টি আবেদন বৈধ, দুজন প্রত্যাহার এবং বাকি ৫ জনকে অযোগ্য ঘোষনা করে ১৩জন রেজুলেশন করা হয় যা হিসাবের চরম গড়মিল। এ সময় মাদ্রাসার বর্তমান ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা বায়েজিদ হোসেনকে আবেদন পত্র প্রত্যাহারের জন্য চাপ দেন এই চক্র। মাওলানা বায়েজিদ চাপের মুখে আবেদন প্রত্যাহার করলে ও কে বা কারা চাপ দেন তা বলতে রাজী হননি। এদিকে আরেক আবেদনকারী ইসলামীয়া ফজিল ডিগ্রী (কমপ্লেক্স মাদ্রাসা) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে নির্বাচিত হতে ড. আকবর হোসেন এর সাথে যোগাযোগ করতে থাকেন। মাওলানা আনোয়ার হোসেন কে এই কাজে সহায়তা করতে যুক্ত হন আরেক জিবি সদস্য গোলাম মোস্তফা মনা এবং মাদ্রাসার টি আর সদস্য শিক্ষক মাওলানা জিল্লুর রহমান। এলাকার মধ্যে একধরনের ওপেন সিক্রেট হয় ব্যাপারটি। শহরের নানা জায়গায়,বিভিন্ন রেস্তোরায় এবং মাওলানা আকবর এর বাড়িতে নিয়মিত যোগাযোগ করে অর্থ লেনদেনের অভিযোগ আনেন একাধিক জিবি সদস্য ও মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার গভনিং বডির সদস্য আলহাজ্ব আব্দুর সাত্তার বিশ্বাস বলেন, আমি শুনেছি মাওলানা আনোয়ার নিয়োগ পাবার জন্য নানা সময়ে ড. আকবর সহ আরো কয়েকজন কে কে ১৫/১৬ লাখ টাকা দিয়েছে। যেসব হোটেলে খাওয়া দাওয়া করেছে সেখানকার লোকেরা এসব টাকা পয়সার কথা জানে। একজন মাওলানা মানুষ কিভাবে এটা পদের জন্য এই ধরনের জঘন্যা কাজ করতে পারে এটা আমাদের মাথায় আসে না। মাদ্রাসার গভনিং বডির সদস্য ও নড়াইল পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন,শুনেছি মাওলানা আনোয়ার হোসেন নিয়োগের জন্য নড়াইল-০২ আসনের সংসদ সদস্যের স্ত্রীকে ৩ লক্ষ টাকা এবং নিয়োগ বোর্ডের সদস্য ড. মাওলানা আকবর মাহমুদকে বিভিন্ন সময়ে ১০ লক্ষাধিক টাকা প্রদান করেছেন। সংসদ সদস্য কমিটির সভাপতি হওয়ায় ভয়েকেউ কথা বলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন,মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জিল্লুর রহমান ও মাওলানা আনোয়ার হোসেনের কাছ থেকে ১লক্ষ ৭০ হাজার টাকা গ্রহন করেছেন,তদন্ত করলে এ সবই বের হয়ে আসবে। এদিকে অধ্যক্ষ পদে অবৈধ আবেদনকারী মাওলানা মোঃ জালালউদ্দিন এরবাড়ি পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামে। নিয়াগ পাইয়ে দেবার জন্য তিনি আকবর মাহমুদ কে ৫ লক্ষ টাকা প্রদান করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ দুই জনের কাছ থেকে টাকা নিয়ে এদের যে কোন একজনকে অধ্যক্ষ পদে নিয়োগ পাইয়ে দেবেন ড.আকবর। মাওলানা মোঃ জালালউদ্দিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি নিয়ম অনুযায়ী সময়ের মধ্যেই আবেদন জমা করেছি। ড.আকবরকে তিনি চেনেন না বলে জানান। ড.আকবরের সাথে ব্যক্তিগত যোগাযোগের কথা স্বিকার করে উৎকোচের মাধ্যমে নিয়োগের ব্যাপারে মাওলানা আনোয়ার হোসেন বলেন,আমি এসব কথা শুনতেছি। এগুলো মিথ্যা ও বানোয়াট কথা। আমি যেখানে চাকুরী করি সেখানকার বেতন আর শাহাবাদ মাদ্রাসার বেতন একই, তাহলে আমি কেন টাকা খরচ করতে যাব। দীর্ঘ ১১ মাস ধরে নিজেদের পছন্দের প্রার্থীকে অধ্যক্ষ নিয়োগের অনিয়ম বিষয়ে নানা জায়গায় অভিযোগ প্রদান করেছেন ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা। কিন্তু সকল অনিয়মের মধ্যে থেকে আদালতের মামলা চলাকালীন একতরফাভাবে ২৬ অক্টোবর সভায় আগামী ২৩ নভেম্বর নিয়োগ পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। পরে ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা মাদ্রাসা বোর্ডের মহাপরিচালকের মাধ্যমে ঐ নিয়োগ পরীক্ষা বন্ধ করেন। অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় ডাক পাওয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ রফিউদ্দিন বলেন,এই নিয়োগ পরীক্ষা দিয়েকোন লাভ হবে না এটাতে ষড়যন্ত্র চলছে। নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ পরীক্ষা নেবার ব্যাপারে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নড়াইল-০২ আসনের সংসদ সদস্য এড.শেখ হাফিজুর রহমান বলেন,অধ্যক্ষ না থাকায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ধ্বংস হতে চলেছে, অধ্যক্ষ নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহান চলছে। আমার কোন সংশ্লিষ্টতা নাই আমার স্ত্রীর নাম আসে কোথা থেকে। বিষয়টি যেহেতু আদালতে গড়িয়েছে আমাদের তরফে কোন ভূলত্রুটি হলে আদালত তার সমাধান করবেন। নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত ড. মাওলানা আকবর মাহমুদ বলেন,আমি এখন আর এসবের মধ্যে তেমন একটা থাকতে পারছি না। জালাল উদ্দিনের আবেদন গ্রহনের ব্যাপারে আমি সুপারিশ করেছি তবে টাকা পয়সা গ্রহনের কোন প্রশ্নই ওঠে না। আমি এলাকাতে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরী করেছি এলাকায় আমার ইমেজ নষ্ট করার জন্য কিছু লোক ভিত্তিহীন কিছু কথা রটাচ্ছে। অর্থলেন-দেন এবং অনিয়মের মাধ্যমে এই নিয়োগ হলে ধর্মীয় শিক্ষার প্রাচীন এই মাদ্রাসার ভাবধারা যেমন নষ্ট হবে তেমনি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সুনাম ধুলায় লুন্ঠিত হবে বলে মনে করেন এলাকার শিক্ষা নুরাগীরা। # মাদ্রাসার ছবি সংযুক্ত# ছবি সংযুক্ত ৩০-১১-১৭
নড়াইলে বালিকা বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতির শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (৩০ নভেম্বর-২৭৪):
নড়াইলের মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় হল রুমে নবনির্বাচিত সভাপতি ও মল্লিকপুর ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিঘলিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশররফ হোসেন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম কচি, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আঃ রহিম খান, শিক্ষক মোঃ সাদিয়ারর রহমান, সুলতানা বিথী খানম, শান্তি মল্লিক, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিন্টু প্রমুখ। অতিথিরা বি;দ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক সহ সকলকে আরো আন্তোরিকভাবে কাজ করবার আহবান জানান। মতবিনিময়সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোনজ্ঞ গান, জারি পরিবেশন করে। # ছবি সংযুক্ত ৩০-১১-১৭
নড়াইলে সেচ্ছাসেবক লীগের কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (৩০ নভেম্বর-২৭৪):
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরস্থ দলীয় কার্যালয়ে আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম উজ্জল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এস,এম পলাশ। সভা পরিচালনা করেন মোঃ মঞ্জুরুল ইসলাম মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী খসরুজ্জামান লিটন, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আমিনুল ইসলাম জাকির, কাজী আঃ আলিম, ইনামুল শেখ,সুমন খান প্রমুখ। # ছবি সংযুক্ত ৩০-১১-১৭
নড়াইলে শিল্পকলা একাডেমীর বিভিন্ন অবদান পাঁচ ক্যাটাগরিতে পদক প্রদান
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (৩০ নভেম্বর-২৭৪):
শিল্পকলার বিভিন্ন শাখায় অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে নড়াইলের পাঁচ গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক দেয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই গুণীশিল্পীদের সম্মাননা পদক প্রদান করা হয়। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, পদক প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন, চারুকলায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের সমীর কুমার মজুমদার, লোক সংগীতে লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের শেখ ইদরিস আলি, সঙ্গীতে লোহাগড়া উপজেলার চোরখালী গ্রামের অর্পনা মজুমদার, বাদ্যযন্ত্রে নড়াইল পৌরসভার ভওয়াখালীর সুভাশিষ বাগচী ও নাটকে সদর উপজেলার মির্জাপুর গ্রামের হাজারীলাল নাগ। সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। এসময় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পদক প্রাপ্ত গুণী শিল্পী শেখ ইদরিস আলি, জেলা কালচারাল অফিসার মো. হায়দার আলী, নারী নেত্রী আঞ্জুমান আরা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গুণী শিল্পীসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধিতদের উত্তোরীয়, সম্মানানা, পদক এবং ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। জেলা কালচারাল অফিসার মো. হায়দার আলী জানান, জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে সংস্কৃতি ক্ষেত্রে গুণীজন সম্মাননার আয়োজন শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ১০টি ক্যাটাগরির মধ্যে ৫টি বিষয়ে পাঁচজন গুণীশিল্পীকে সম্মাননা দেয়া হলো। # ছবি সংযুক্ত ৩০-১১-১৭