উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের ছাতরা খালে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এম আরাফাত হোসেন অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার তানজু সরদারের বাড়ির নিকট ছাতরা খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে বালু উত্তোলনের দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফত হোসেন আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
খবর ৭১/ ই: