জাতীয় পার্টি কথায় নয়, কাজে বিশ্বাসী : নূরুল ইসলাম এমপি

0
493

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
জাতীয় পার্টি অতীতেও দেশের উন্নয়নে কাজ করেছে, বর্তমানেও কাজ করছে। শুধু সভা, সেমিনারে কথার ফুলঝড়ি নয়, আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকাবাসীর রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে সাধ্যমত কাজ করে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। গত শুক্রবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার এমপি একথাগুলো বলেন। কইল হাটখোলা চত্বরে জাতীয় পার্টির আহবায়ক শ্রী অশোক কুমার দেব এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব তছলিম উদ্দিন তালুকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস,এম সাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ফরহাদ আলী খোকন, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন সরদার ইন্নাত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনারুল হক তালুকদার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, জাপা নেতা আব্দুল মান্নান খন্দকার, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, উপজেলা যুব সংহতির আহবায়ক মাহমুদুল হক শিপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মান্নান, আতাউর রহমান, শাহীনুর বেগম প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে শ্রী অশোক কুমার দেবকে সভাপতি, হাকিম ইসলামকে সাধারণ সম্পাদক ও আব্দুল মান্নানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১সদস্য বিশিষ্ট ২বছয় মেয়াদী তালোড়া ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here