শরীয়তপুরে ১২ মুক্তিযোদ্ধা পুলিশ’কে সংবর্ধনা

0
373

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত ১২ জন মুক্তিযোদ্ধা পুলিশদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকালে জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর পুলিশ লাইনে এ সংবর্ধনা দেয়া হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতী প্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আব্দুল হান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সাইফুল ইসলাম, পালং মডেল থানার ওসি মনিরুজ্জামান, টি.আই আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, সদর উপজেলার কমান্ডার আব্দুল আজিজ সিকদার প্রমূখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here