মেঘনায় মাঝির জালে মায়া হরিণ!

0
388

খবর ৭১:মেঘনা নদীতে মিঠা পানির সন্ধানে ভেসে আসা একটি মায়া হরিণ মাঝির জাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার বিকালে ভোলার দৌলতখাঁন উপজেলার সৈয়দপুর মাছঘাট এলাকা থেকে এ মায়া হরিণটি উদ্ধার করা হয়।পরে হরিণটি চর জহিরউদ্দিনের বনে অবমুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে দৌলতখাঁন থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, মেঘনার কামাল মাঝির জালে একটি হরিণ আটকা পড়ার সংবাদ পেয়ে হরিণটি উদ্ধার করে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের কাছে নিয়ে যায় পুলিশ। পরে এমপি মুকুল হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করেন।

দৌলতখান উপজেলা বন কর্মকর্তা মো. সোহেল হোসেন বলেন, মিঠা পানির সন্ধানে মেঘনা নদীতে পানি পান করতে এসে একটি হরিণ জোয়ারের তোড়ে নদীতে ভেসে যাওয়ার সময় সৈয়দপুর মাছঘাট এলাকায় কামাল মাঝির জালে আটকা পরে।

শনিবার বিকালে হরিণটি তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনের গহীণ বনে অবমুক্ত করা হয়।

প্রসঙ্গত, শীত মৌসুমে বনে মিঠা পানির অভাবে প্রায়ই হরিণ লোকালয় চলে আসে। এতে প্রায়ই মানুষের হাতে হরিণ ধরা পড়ে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here