কচু পাতায় ধানের ছড়া বলে দেশবাসীকে আর বোকা বানানো যাবে না —মুহিবুর রহমান মানিক এমপি

0
510

ছাতক প্রতিনিধিঃ
সংসদ সদস্য মুুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, বর্তমান সরকার যুব সমাজকে কাজে লাগাতে নতুন-নতুন কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর মিল-কারখানা স্থাপন করে দেশের যুব সমাজকে কর্মমুখী করছে সরকার। বিগত বিএনপি জোট সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকারের লুটপাটের চিত্র ছাতক-দোয়ারার মানুষ কোনদিন ভুলে যাবে না। কোটি-কোটি টাকার বিনিময়ে নিজ দেশে অবহেলিত অযোগ্য কানাডিয়ান কোম্পানী নাইকোর হাতে তুলে দেয়া হয়েছিল খনিজ সম্পদে সমৃদ্ধ টেংরাটিলা গ্যাস ক্ষেত্র। নাইকোর অযোগ্যতার কারনেই গ্যাস ক্ষেত্রের হাজার-হাজার কোটি টাকার জাতীয় সম্পদ গ্যাস ভষ্মিভুত হয়েছে। ধ্বংস হয়ে গেছে এলাকার কৃষি জমি, সবুজ বনভুমি ও মানুষের বসত বাড়ি। নাইকোর ধ্বংস করা টেংরাটিলা গ্যাস ক্ষেত্র এখানো এলাকার মানুষের জন্য আতংকের নাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশকে অর্থনৈতকভাবে পঙ্গু করে দেয়ার বিএনপি জোট সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাজার কোটি টাকা মুল্যের ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিল মাত্র ৪০ কোটি টাকায় পানির মুল্যে প্রাইভেট খাতে বিক্রি করা হয়। সিমেন্ট কারখানাও বিক্রির তালিকায় তুলেছিল বিএনপি-জোট সরকার। তিনি বলেন, শেখ হাসিনা সরকার লুটপাটে নয় উন্নয়নে বিশ্বাসী। দেশবাসীও উন্নয়নের নেত্রী শেখ হাসিনার সাথেই রয়েছে। কচু পাতায় ধানের ছড়া বলে দেশবাসীকে ধুকা দিয়ে উন্নয়ন ও শেখ হাসিনা থেকে আলাদা করা যা না। স্থানীদের দাবীর প্রেক্ষিতে উত্তর সুরমা এলাকায় গ্যাস সংযোগ, বিদ্যুৎ পৃথকিকরন ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও ছাতক সিমেন্ট কারখানার আধুনিকায়ন এবং অস্থায়ী শ্রমিকদের চাকুরী স্থায়ীকরনেরও আশ্বাস দেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ছাতক-দোয়ারার উন্নয়নে বিশেষ অবদান রাখায় ছাতক পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং ছাতক সিমেন্ট কারখানা সিবিএর উদ্যোগে দেয়া তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামীলীগ নেতা মফিজ আলীর সভাপতিত্বে এবং জামাল মেম্বার ও শাহ জামালের যৌথ পরিচালনায় সিমেন্ট কারখানার নদীরপার সংলগ্ন মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতিক। প্রধান বক্তা ছিলেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান। বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত মোহাম্মদ লাহিন, এড. আশিক আলী, সিলেটস্থ ছাতক সমিতির সাধারন সম্পাদক আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমদ, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, বিলাল আহমদ, সিমেন্ট কারখানা সিবিএ সেক্রেটারী আব্দুল কদ্দুছ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সেক্রেটারী আব্দুস সহিদ, আ.লীগ নেতা আব্দুল কাহার, জামাল আহমদ, হিফজুর রহমান সমর। সভায় স্বাগত বক্তব্য রাখেন হাবিবুর রহমান কাজল। সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মনিষ কুমার নাগ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম। এসময় সিবিএ সভাপতি খসরুল হক চৌধুরী, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজি আনোয়ার মিয়া, সাবেক চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার, আওমীলীগ নেতা হাজী আব্দুর রহিম, আফতাব উদ্দিন, মাফিজ আলী, নজমুল হোসেন, মাওলানা মাহফুজুর রহমান, সাব্বির আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, আবু সামা রাসেল, আরশ আলী, শাহিন মিয়া, সদর মিয়া মেম্বার , সাবেক কমিশনার আফরুজ মিয়া, আব্দুস সালাম মেম্বার, ফজলু মিয়া মেম্বার, সাব্বির হোসেন হৃদয়, আখল মিয়া মেম্বার, কবির আহমদ মেম্বার, আজিজুর রহমান, শ্রমিক নেতা স্বপন তরফদার, শাহ একলু মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুুর আলম, কৃপেশ চন্দ, আওয়ামীলীগ নেতা জামাল মিয়া, আমির আলী, আয়ুব আলী, আবুল খয়ের, হাবিবুর রহমান হাবিব, আনহার আলী, আহমদ আলী, মাহতাব উদ্দিন, রাজিব আহমদ, সেলিম আহমদ, আবু তাহের, ছাত্রলীগ নেতা নিয়ামত আলী, মাহবুব আলম, মামুন আহমদ, শিপলু আহমদ, বখতিয়ার আহমদ, আব্দুলাহ আল-মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here