নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নে মোট ৩১৪টি কেন্দ্রে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভট্র্যাচার্য এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানাযায়, ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন স্থায়ী কেন্দ্র ২৮৮ টি ও অস্থায়ী কেন্দ্র ২৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬২৮ জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ (আই. ইউ) ক্যাপসুল খাওয়ানো চলে। সেখানে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের ১টি করে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ৭ হাজার ৫৮২টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন (আই.ইউ) ‘এ’ ক্যাপসুলের ৬৪ হাজার ২১৮টি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মাত্রা ছিল। এছাড়া স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে কাজ করছে কি-না তা দেখার জন্য ৬৬ জন সুপারভাইজার নিয়জিত ছিলেন।
খবর৭১/এস: