খবর৭১: আওয়ামী লীগ খুব কনফিডেন্টলি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগুচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমরা খুব কনফিডেন্ট বিপুল সমর্থন নিয়ে বিপুল ভোটে আমরা বিজয়ী হবো। সেই লক্ষ্য নিয়েই আমরা এগুচ্ছি। আমরা জাতীয় নির্বাচনে বিজয়ী হবো।’
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানী কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
রংপুর সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এসব নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলাবলি করবে, লেখালেখি করবে। এতে আমরা আমাদের স্ট্যান্ডে আছি। আমাদের দলীয় স্ট্যান্ড ওখানকার নির্বাচনে তা অনেক ভালো। আমাদের জনপ্রিয়তা রংপুরে অনেক। রংপুরে মেয়রে আমরা হেরেছি, কাউন্সিলরে আমরা জিতেছি। দুর্বল ভাবার কারণ নেই। কারণ ওখানে আমরা ১ নম্বর।’
স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। এটা নিয়ে জাতীয় নির্বাচনের আলোচনা হতে পারে হোক। এসব দিয়ে কি জাতীয় নির্বাচনে ফলাফল নির্ভর করবে?
খবর৭১/জি: