ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তঃজেলা গরুচোর চক্রের চারজনকে আটক করেছে জনতা। গত বুধবার রাতে গরুচুরির সময় উপজেলার হারুয়া ও ভাটিচরনওপাড়া গ্রামে গ্রামবাসী সংঘটিত হয়ে চার গরুচোরকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহষ্পতিবার মামলা দায়েরের পর পুলিশ আটককৃতদের আদালতে সোপর্দ করে। আটককৃতরা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহের চরপলিশা গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে আজাদ আলী (৩২), ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের মহর উদ্দিনের ছেলে সিরাজ মিয়া (৪২), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার তারাগঞ্জ গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে শফিকুল ইসলাম মামুন (৩৫) ও নীলফামারী সদর বানিয়াপাড়া গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৩০)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা উপজেলার রাজীবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া গ্রামের কালামের অধীনে চুরি করতে এসেছিল বলে জানায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহষ্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।
খবর৭১/এস: