ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সড়ক দুর্ঘটনায় কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক ডাক বাংলা সংলগ্নে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ যাওয়ার পথে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলামকে দেয়া পুলিশ প্রটোকলের গাড়ীটি(ঢাকা মেট্রো-ঠ ১৪-২১০৭) দুর্ঘটনা কবলিত হয়। বিপরীতগামী একটি সিএনজিকে পাস দিতে গিয়ে সড়কে রাখা পাথরের স্তুপে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি উল্টে যায়। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহিত মিয়া ঘটনাস্থলে পৌছে আহত প্রটোকল অফিসার এসআই জহিরুল ইসলাম, চালক রাজিবুল ইসলাম, কনস্টেবল বিজয় কর, আল আমিন, আব্দুর রহমানকে প্রথমে কৈতক পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। দুর্ঘটনা কবলিত পুলিশের গাড়ীটি এ সময় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। পুলিশের দুমড়ে-মুচড়ে পড়া গাড়ীটি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার দুলন মিয়া ও ছাতক থানার ওসি ঘটনাস্থ পরিদর্শন করেন এবং সড়কে রাখা নির্মান সামগ্রী পাথর জব্ধ করে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের জিম্মায় রেখে আসেন।
খবর৭১/এস: