খবর ৭১:জিয়াউল ফারুক অপূর্ব। টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা। চলতি বছর ‘বড় ছেলে’ নাটক দিয়ে বছরের শেষ অব্দি আলোচনায় আছেন তিনি। সম্প্রতি ‘কোন আলো লাগলো চোখে’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন এ তারকা। রুম্মান রশীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। পারিবারিক ও কর্পোরেট গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া, জারা মিতু ও কাজল সুবর্ণা।
নাটকটির গল্পে দেখা যাবে, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন অপূর্ব। মা তার জন্য কনে দেখছেন। মায়ের পছন্দেই অপূর্ব বিয়ে করবেন। মা কনে দেখে দেখে ক্লান্ত হওয়ার পর ছেলের কাছে জানতে চান তার কোনো পছন্দ আছে কিনা। অপূর্বের পছন্দের কোনো মেয়ে না থাকলেও মা জানতে পারেন তার অফিসে অনেক মেয়ে সহকর্মী আছেন। তাদের মধ্য থেকেই তিনজন কলিগকে আলাদাভাবে বাসায় নিমন্ত্রণ জানান মা। তাদের সঙ্গে কথা বলেন। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্পটি সিরিয়াস মুডের নয়। কিছুটা ফানি টাইপের। এতে আমার বিয়ের পাত্রী খোঁজা নিয়েই সব কাণ্ড ঘটে। সবাই খুব ভালো অভিনয় করেছেন। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ নাটকটি শিগগিরই কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
খবর ৭১/ ই: