ক্রিকেটার সালমা হাসপাতালে ভর্তি

0
464

খবর৭১:বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভারত সফর শেষে খুলনায় ফিরেই মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই তারকা ক্রিকেটার।

রাতে সালমার কোচ ইমতিয়াজ হোসেন পিলু তাকে হাসপাতালে দেখতে যান। সালমার কোচ ইমতিয়াজ হোসেন পিলু সন্ধ্যায় তাকে হাসপাতালে দেখতে যান। তিনি জানান, সকাল থেকেই পেটে ব্যথা করতে থাকে তার। পেটে ব্যাথা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কিডনিতে ব্যথা অনুভব করায় তিনি জরুরি বিভাগে ভর্তি হলে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখে জানিয়েছেন, ইনফেকশন হতে পারে। সে জন্য কয়েকটি টেস্ট করানো হয়েছে। ফলাফল পেলে নির্দিষ্ট করে বলা যাবে। যদিও ভয়ের কিছুই নেই বলে জানান চিকিৎসকরা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here