আনুষ্কার চেয়ে জেনেলিয়াই বেশি সুন্দর কোহলির কাছে!

0
390

খবর ৭১:এক সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা আনুষ্কা শর্মাকে বিয়ে করেছেন বিরাট কোহলি। গ্ল্যামারাস সেই বিয়ে নিয়ে এখনও জোর চর্চা ভক্তদের মাছে। রাজকীয় বিয়ের প্রতিটি মুহূর্ত সমর্থকরা উপভোগ করেছেন।

এমন সময়ে কোহলির একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে কোহলিকে দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিতে। আইপিএল চলাকালীন এক নৈশপার্টিতে কোহলির সাক্ষাৎকার নিচ্ছিলেন ভিজে অনুষা দণ্ডেকর।

কোহলির সেই সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষা কোহলিকে প্রশ্ন করছেন, কোন বলিউড সুন্দরীকে তিনি ক্রিকেট খেলতে দেখতে চান? লাজুক হেসে কোহলিকে জবাব দিতে দেখা যায়, ‘‘জেনেলিয়াকে ক্রিকেট খেলতে দেখতে চাই। কারণ ও কিউট।’’

‘জানে তু ইয়া জানে না…’ খ্যাত জেনেলিয়া বর্তমানে অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে সুখে ঘর-সংসার করছেন। সেলিব্রিটি কাপলের দুই সন্তানও রয়েছে।

সাক্ষাৎকারে বিরাটকে অনুষা আরও প্রশ্ন করেন, তার প্রথম ডেটিং কতক্ষণ ছিল? বিরাট সটান জানিয়ে দেন, ‘‘মাত্র পাঁচ মিনিট। কারণ সে কুৎসিত ছিল।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here