মোঃঅালী হাসান, জয়পুরহাট প্রতিনিধিঃ
“ভিটামিন ‘এ’ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টি জনিত কারনে শিশু মৃত্যুর ঝুঁকি অনেকটা কমায়। পাশাপাশি শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহয়তা করে। আর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়না।” আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নার্সিং ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার রেজা উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন- আগামী ২৩ ডিসেম্বর সারা দেশে প্রায় সোয়া ২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই অংশ হিসাবে ওই দিন জয়পুরহাট জেলায় ৮৬৭টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ২৩ হাজার ৩২৫ জন শিশুকে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় বক্তব্য রাখেন- সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা চৈতী রায়, প্রেসক্লাব সভাপতি মোস্তাকিম ফাররোখ, দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
খবর৭১/এস: