ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ মঙ্গলবার উপজেলার বাকতা ইউনিয়নের কালদহ সড়কের পাশে কমপক্ষে লাখ টাকা মূল্যের সরকারী ৪ টি কাঁঠাল ও একটি মেহগণি গাছ কেটেছে স্থানীয় এক প্রভাবশালী।
বাকতা বাজার থেকে প্রায় দুইশ মিটার দূরে কালাদহ বাইপাস সড়কের পাশে গাছ গুলো প্রকাশ্যে কাটা হয়েছে। যেন দেখার কেউ নেই!
এলাকাবাসী বলেন, স্থানীয় প্রভাবশালী পল্লী চিকিৎসক আঃ রশিদ সকাল থেকে সড়কের গাছ গুলো কেটে নিচ্ছে। প্রতিটি গাছের মূল্য হবে ১৮ থেকে ২২ হাজার টাকা ।
মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখাযায়, তিনজন গাছ কাটা শ্রমিক (কড়াতি) গাছ গুলো কাটছে। স্থানীয় পল্লী চিকিৎসক আঃ রশিদ গাছ গুলো কাটার জন্য তাদেরকে নিয়ে এসেছে। সরকারী গাছ কিনা জানতে চাইলে তারা বলেন, সরকারী কিনা বলতে পারবো না, তবে গাছ গুলো সড়কের মধ্যেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন সরকারী গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ইউএনও স্যারের নির্দেশে সড়কের কাটা গাছ গুলো ইউপি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, সড়কের গাছ কাটা হচ্ছে খবর পাওয়ার পর স্থানীয় চেয়ারম্যানকে গাছ গুলো জব্দ করতে বলেছি, সরকারী গাছ হলে যেই কাটুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর৭১/এস: