সাকিব আহম্মেদ,গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ অনুপ জয়ধর খোকন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার রাজাপুর গ্রামের নারায়ণ তালুকদারের বাড়ির পাশ থেকে ইয়াবাসহ অনুপ জয়ধর খোকনকে গ্রেফতার করে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, রাজাপুর গ্রামের নারায়ণ তালুকদারের বাড়ির পাশে বসে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ১০ পিচ ইয়াবাসহ অনুপ জয়ধর খোকনকে গ্রেফতার করা হয়। অনুপ জয়ধর খোকন উপজেলার রাজাপুর প্রামের গনেশ জয়ধরের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর ৭১/ ই: