ধর্ষকের শাস্তির দাবিতে মোমবাতি হাতে বিক্ষোভ করছে গ্রামবাসী

0
688

খবর৭১:বোলপুর থানার রজতপুর গ্রামে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর নগ্ন ছবি তুলে তাকে ধর্ষণ করে এক রাজমিস্ত্রি৷ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সে৷ রবিবার ভোর রাতে কলকাতা মেডিক্যাল কলেজে মারা যায় ওই তরুণী৷ এ ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে রজতপুর-বোলপুর রাস্তা অবরোধ করেন৷ মোমবাতি হাতে বিক্ষোভ করছে গ্রামবাসী৷

পাঁচদিন আগে বোলপুর থানার রায়পুর সুপুর পঞ্চায়েতের রজতপুর গ্রামের ঘটনা৷ সুপুর পঞ্চায়েত থেকে বাড়ি পেয়েছিল মেয়েটির পরিবার৷ সেই বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল হাফিজুল শেখ৷ ঘটনার দিন দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে একা পেয়ে বাথরুমে নগ্ন ছবি তোলে হাফিজুল৷ সেই ছবি দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল ও পরে ধর্ষণ করে সে৷

অপমান সহ্য করতে না পেরে অপমানে আত্মহত্যা করে ওই ছাত্রী৷ গায়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দিতে চায়৷ আগুনে শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়৷ এরপর তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পাঁচদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার ভোর রাতে মৃত্যু হয় ওই তরুণীর৷

যদিও ঘটনার পরই অভিযুক্ত রাজমিস্ত্রি হাফিজুল শেখকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ৷ অন্যদিকে দোষী ব্যক্তির শাস্তির দাবিতে এদিন পথে নেমেছে রজতপুর গ্রামের বাসিন্দারা৷ মোমবাতি হাতে নিয়ে ঘটনার প্রতিবাদ জানান তারা৷
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here