দেশ যদি কারাগার হয় তবে বিএনপির নেতারা বাইরে কেন: ওবায়দুল কাদের

0
427
খবর ৭১:দেশ যদি কারাগারে পরিণত হয় তা হলে বিএনপির বড় বড় নেতারা বিভিন্ন মামলায় জামিন নিয়ে জেল থেকে কীভাবে বের হলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সড়ক ও জনপদ বিভাগের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ফুট ওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন,দেশে যদি গণতন্ত্র না থাকত তা হলে আইপিইউ সম্মেলন হলো কীভাবে। তাই আমরা বলব, বিএনপির দলেই গণতন্ত্র নেই। মন্ত্রী এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে বলেন, দেশ যদি কারাগারে পরিণত হয়, তাহলে বিএনপির বড় বড় নেতারা বিভিন্ন মামলায় জামিন নিয়ে জেল থেকে কীভাবে বের হলো। বিএনপির বড় বড় নেতা নিজেদের চিন্তা করে ছোট নেতাদের চিন্তা করে না। এজন্য ছোট নেতাকর্মীরা জেলে থাকলেও তাদের কোনো জামিনের ব্যবস্থা করে না।
মন্ত্রীর সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবালসহ আরও অনেকে।
 খবর ৭১/ ই:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here