গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়েছে। রোববার বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া কাজ শুরু হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক এই যাচাই বছাইয়ের উদ্বোধন করেন। গোদাগাড়ী উপজেলা বায়োজিদ হোসেন ওয়ারেছি জানান, এটি সরকারের ২০১৭-১৮ অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের সঠিক যাচাই বছাই করে চুড়ান্ত করা হবে। পরবর্তিতে এরা সরকারের নিয়মে যাচাই বাছায়ের মাধ্যমে ভাতা পাবে। আাগামীকাল সোমবার মাটিকাটা ও মঙ্গলবার ১৯ ডিসেম্বর বাসুদেবপুর ইউনিয়নে যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ বায়োজিদ হোসেন ওয়ারেছি, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি, মোহনপুর ইউনিয় আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবুসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ ই: