মোঃ জহির রায়হান-সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীর ঘেষে তৈরী করা বাঁধ “চায়না বাঁধ-৩” এ আগামী ২৯ ডিসেম্বর
ঘুড়ি ও ফানুষ উৎসবের আয়োজন করেছে “আমাদের সিরাজগঞ্জ” নামের একটি অনলাইন সংগঠন।
সিরাজগঞ্জ জেলার সাধারন মানুষের নিকট দৃষ্টিনন্দন চায়না বাঁধ একটি জনপ্রিয় বিনোদনের জায়গা
হিসেবেই বেশি পরিচিত।
২৯ ডিসেম্বর ২০১৭ ” আমাদের সিরাজগঞ্জ” ফেসবুক টিমের আয়োজনে চায়না বাঁধ-৩ এ ঘুড়ি
উৎসবের মূল আকর্ষণ থাকবে ঘুড়ি ফেডারেশনের বিভিন্ন বৈচির্ত্যময় ঘুড়ি ও ফানুস । উৎসবে উপস্থিত
থাকবেন ঘুড়ি ফেডারেশনের সাধারণ স¤পাদক জনাব শাহজাহান মৃধা ও উনার টিম।
সাধারন মানুষের দাবি রয়েছে যে , চায়না বাঁধে পাবলিক টয়লেট, সুপেয় পানির ব্যবস্থা , নামাজের
জায়গা ও একটি ক্যান্টিন চালু করলে সিরাজগঞ্জ শহরের মানুষ তার পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে
চায়না বাঁধে বেড়াতে যেতে পারতো।
খবর ৭১/ ই: