নিজস্ব প্রতিবেদক (গোদাগাড়ী): রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় গোদাগাড়ী কলেজে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. আশাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলার পরিষদের সদস্য রবিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। উপজেলা মহিলালীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি সাধারণ সম্পাদক কৃষ্ণাদেবী, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশাররফ বাবু, সাধারণ সম্পাদক আরব আলী, পৌর ছাত্রলীগের সভাপতি হামিদ রানা, সাধারণ সম্পাদক রুবেল সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ। বর্ধিত সভায় প্রায় ১৫ শ নেতাকর্মীর উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কতিপয় নামধারী কিছু আওয়ামীলীগ কর্মী ফারুক চৌধুরীর প্রতি ঈর্ষান্বিত হয়ে গোদাগাড়ীতে নেতাকর্মীদের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছে তা কখনই হতে দেওয়া যাবে না। সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডে নামধারী সেই নেতারা কোন কিছু করতে চাইলে তা প্রতিহত করা হবে।
খবর ৭১/ ই: