ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় জিয়া স্টোরের মালিক খন্দকার মোঃ সালাহ উদ্দিন জিয়া। তার ডাক নাম জিয়া। ভেদরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে তার বাড়ী। তার পিতার নাম আলী আকবর খন্দকার। তিনি বিয়ে করেছেন, ভেদরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সমাজ সেবক হাসান খানের মেয়ে আখিকে। গত ২৯/৯/২০১৭ ইং কাবিন ও আংটি পরানো হয়। এখন আজ (৪/১২/২০১৭ ইং) দিন তারিখের জন্য তার আত্মীয়-স্বজন যাচ্ছেন, তার শ^শুর বাড়ীতে। তাই শশুর বাড়ীতে সঙ্গে এক ভ্যান ভরে নানান ধরনের ফল পাঠাচ্ছেন তিনি। যার পরিমাণ ছিল চোখে পরার মতো। তাই স্থানীয়রা বলাবলি করছিলেন, জিয়ার ফল যাচ্ছে শ^শুর বাড়ী! কারণ সাধারণতো এতো ফল গ্রাম অঞ্চলের খুব কম মানুষেই শশুর বাড়ীতে পাঠিয়ে থাকেন। এ ব্যাপারে জিয়া বলেন, যে ভাগ্যবান মানুষটি আমার বাড়ীতে আসবে। তার সম্মানে তার পিতা-মাতার বাড়ীতে আমি কিছু ফল পাঠবো, এটাই আমার কামনা ছিল। কারণ আমি তাকে ও তার পরিবারের সদস্যদের অনেক ভালোবাসি। আর তারাও আমাকে ভালোবাসেন। আমি (জিয়া) আমার পরিবারে জন্য ও আমার স্ত্রী’র (আখি) পরিবারের জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি। এদিকে এ ব্যাপারে স্থানীয়রা বলেন, জিয়ার শশুর বাড়ীর মানুষের প্রতি জিয়ার ভালোবাসা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা উভয় পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করছি।
খবর ৭১/ ই: