নোয়াখালীর কবির হাটে Tap’n Pay এর ডিলারদের প্রশিক্ষণ এবং সার্টিফিকেট হস্তান্তর

0
515

খবর ৭১: সারাদেশে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং Tap’n Pay এর ডিলারদের প্রশিক্ষণ কর্মসূচী অব্যহত রয়েছে। প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে গত ২৯ নভেম্বর নোয়াখালীর কবির হাটে অনুষ্ঠিত হলো ডিলারদের প্রশিক্ষণ এবং সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠান।

নোয়াখালীর কোবির হাটে মাহাবুব শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রশিক্ষণ এবং সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এরিয়া সেলস ম্যানেজার মেহেদি ফারুক, মো মিজানুর রহমান শান্ত, ফাহাদ বিন ওয়াহিদ মান্না।  তাছাড়া কোবির হাটের বিভিন্ন ইউনিয়নের এজেন্টার উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশে সবার হাতে ৪র্থ প্রজন্মের মোবাইল ব্যাঙ্কিং সেবা পৌছে দিতে কাজ করে যাচ্ছে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং Tap’n Pay. ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রামীণ ও শহর এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে Tap’n Pay.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here