ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে ৩য় মেয়র কাপ ২০১৭ এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত”

0
459

বোচাগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি:

আজ সেতাবগঞ্জ বড় মাঠে, মেয়র কাপ ২০১৭ এর  ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হল। উক্ত সেমিফাইনাল খেলায় ২-১ গোলে সুর্য্য শিখা সংঘ কে হারিয়ে ২য় বারের মত ফাইনালে শহীদপাড়া যুব সংঘ। ব্যাপক সাজ-সজ্জা ও পরিপুর্ণ দর্শকের সমাগম ছিল চোখে দেখার মতন। আজকের খেলায় অতিথি  হিসেবে খেলা উপভোগ করেছেন,সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর,বিশিষ্ঠ্য শিক্ষাবিদ অধক্ষ আব্দুর রশিদ,বোচাগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সারওয়ার  মোর্শেদ ,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট এর আহ্বায়ক,নুরল আনোয়ার চৌধুরী,বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আবু সৈয়দ হোসেন,সাধারণ সম্পাদক,আফছার আলী,যুগ্ন সাধারণ সস্পাদক,আবু তাহের মোঃ মামুন,বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম নজু, শেখ রানা,আসরাফ আলী তুহিন,আবু তাহের মোঃ মেসবাহুল,আক্তারুজ্জামান সজিব সহ  সাবেক খেলোয়ারবৃন্দ,ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মকর্তাবৃন্দ।খেলা শেষে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নুরল আনোয়ার চৌধুরী বলেন,আগামী ৬ই ডিসেম্বর বোচাগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস তাই সে দিন সেতাবগঞ্জ বড়মাঠে দুপুর ২.৩০মিনিটে ব্যাপক সাজসজ্জা ও আতজবাজীর মাধ্যমে অনুষ্ঠিত হবে মেয়র কাপ ২০১৭ এর ফাইনাল খেলা।  উক্ত ফাইনাল খেলায় লড়বেন শহীদপাড়া যুব সংঘ বনাম ৪নং আটগাও একাদশ। উক্ত ফাইনাল খেলার দেখার জন্য সেতাবগঞ্জবাসী কে আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here