গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ সাবেক সনা সদস্য আটক

0
534

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জলা প্রতিনিধি:
গাইবান্ধায় সায়া ৭লাখ টাকা মূল্যর ১হাজার ৮শ পিচ ইয়াবাসহ সাবেক সেনা সদস্য (সিপাহী) মিজানুর রহমান (৪২)কে গ্রেপ্তার করেছে জেলা  ডিবি পুলিশ।
জানা যায়, শুক্রবার ভােরে গােপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জেলা শহরের অদূরে উত্তরা থেকে মিজানুরকে গ্রেপ্তার করে। সে জেলা শহরের উত্তর ধানগড়া এলাকার মৃত আফছার রহমানের পুত্র। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা  ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান। তিনি জানান, ২০১৫ সাল সনাবাহিনীর- ১৬, ইসিবি (ইন্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) থেকে চাকরিচ্যুত সনাসদস্য মিজানুর পাইকারী মাদক ব্যবসায়ী, সেবনকারী ও একাধিক মামলার আসামী ।  সদর থানায় সংশ্লিষ্ট আইন একটি মামলা রুজু পূর্বক আসামী মিজানুরক আদালত প্ররণ করা হয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here